ফিকহুস সুনান ওয়াল আসার

৪০. অপরাধ ও সাজার অধ্যায়

হাদীস নং: ২৪৬৩
অপরাধ ও সাজার অধ্যায়
কাফিরের জন্য মুমিনকে হত্যা করা হবে না
(২৪৬৩) আমর ইবন শুআইব তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কাফিরের পরিবর্তে মুসলিমকে হত্যা করা হবে না।
كتاب الجنايات
عن عمرو بن شعيب عن أبيه عن جده مرفوعا: لا يقتل مسلم بكافر .

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, এখানে কাফির বলতে শত্রুরাষ্ট্রের কাফির নাগরিককে বোঝানো হয়েছে। অথবা এ কথার মাধ্যমে রাসূলুল্লাহ (ﷺ) জাহিলি যুগের খুনখারাবির পরিসমাপ্তি টেনেছেন। অর্থাৎ ইসলাম গ্রহণের পরে আর কেউ জাহিলি যুগের হত্যাকাণ্ডের জন্য মৃত্যুদণ্ড লাভ করবে না। পক্ষান্তরে মুসলিম রাষ্ট্রে বসবাসরত চুক্তিবদ্ধ অমুসলিমগণের ক্ষেত্রে মুসলিম উম্মাহ ঐকমত্য পোষণ করেছেন যে, তারা তাদের জীবনের পূর্ণ নিরাপত্তা লাভ করবেন। আল্লাহই ভালো জানেন ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান