আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

১১০৪৪
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম
আমি স্বপ্নে দেখি আমি অনেক বুড়ো হয়ে গেছি।।হাতে লাঠি ভর দিয়ে হাটি।।আমি একটা বড় ওরনা জরিয়ে আছি।।।এবং একটা বড় মাঠে আমি অনেক অনেক ছেলে দের জামায়াতে নামাজের ইমামতি করছি এবং তাদের হাদিস কুরআনের বিষয় জানাচ্ছি।।এর পর আমার সামনে দুটো কবর আসে,, দুইটির উপরে অনেক বড় বড় দুটি সাপ ছিল।।আমার পাশে কয়কজন লোক দারানো ছিলো নামাজি পোশাক পরা।।আমি তাদের বলছিলাম যে "নামায ঠিক মত পড়ো।।ওই কবরে সাপ যাচ্ছেনা কারণ সেটা ভালো কবর।।ভালো কবরের ভিতরে সাপ যায় না উপ্র দিয়ে খারাপ কবরে যায়।" -এরকম টাইপের কথা বলেছিলাম আমার সম্পুর্ন টা মনে নেই।।
এটার ব্যাখ্যা দিন দয়া করে।।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২ ডিসেম্বর, ২০২১
দ্বোলেশ্বর গ্রাম
১০৭৯৬
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমি স্বপ্নে দেখলাম কেও একজন আমার কাছের মানুষ আমকে বললো আমার হাতের আংগুলের দিকে কিছু ফোস্কা পরার মতো কিছু দাগ আর এইগুলা একটা রোগের লক্ষন।তখন জিজ্ঞাসা করায় আমাকে বললো আমার ক্যান্সার রোগ ধরা পড়েছে,,অর্থাৎ আমি মারা যাবো বেশিদিন বাঁঁচবো না,,তো আমিও বলে উথলাম আলহামদুলিল্লাহ আর আমি খুশির একটা চেহারা নিয়াই ছিলকম মুখে যেমন আলহামদুলিল্লাহ অন্তর থেকে ও আলহামদুলিল্লাহ এমন ছিলান। আর আমি একবার বললাম নাকি ভাবলাম যে আমার জন্য এইটা খুশির ব্যাপার কারন আল্লাহর ডাক আসছে আর আমার যাওয়া লাগবে সাক্ষাৎ এর জন্য।
এই স্বপ্নের কি ব্যাখ্যা হতে পারে?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২৯ নভেম্বর, ২০২১
ঢাকা
১০৩৩৮
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
গতকাল রাতে এমনেই ইস্তেখারা দোয়া পরে ঘুমাই।কয়েকদিন যাবত অসুস্থ তাই।
স্বপ্নে দেখলাম আমার দাদির বোনের হাসবেন্ড অর্থাৎ আমার দাদা লাগে সম্পর্কে। উনি মারা গেছে আর উনার কুলখানির অনুষ্ঠান করা হচ্ছে।আমি বসে আছি।খাবার বিতরন করছি।
হঠাৎ কি হলো বাইরে গিয়ে দেখি কার জানি বাড়ি নির্মানের সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে।মানে বিল্ডিং তৈরির জিনিস।
আমি দৌড়ে গেলাম একটা বাড়ির গেইট এ।বাড়িটি অপরিচিত। সেই বাসার গেইট এর পাথে অজস্র কুকুর লুকিয়ে আছে।আর রাস্তায় অনেক কুকুর।
এছাড়া একদল মানুষ রাস্তা দৌড়ে যাচ্ছে। তখন কেউ একজন বাসার সাথে ড্রেনে লুকিয়ে থাকা কুকুরদের ধরে বের করতে চায় কিন্তু তারা এতোটাই ক্ষিপ্ত হয়ে যায় চেচামেচি শুরু করে।
কিন্তু অদ্ভুত বিষয় আমি সেই গেইট এ দাঁড়ানো। কুকুর ভয় পাচ্ছিনা তেমন আর কুকুর গুলো এত্ত ক্ষিপ্ত হওয়া শর্তেও আমার কোন ক্ষতি করছে না।

আমি সারাদিন ভাবছি কি দেখলাম,কি ব্যাখ্যা। দয়া করে আমাকে এর ব্যাখ্যা দান করুন শায়েখ।
জাযাকাল্লাহ খাইরান
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ
২২ নভেম্বর, ২০২১
শমশেরনগর
৮৫৬০
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম
আমি একটা স্বপ্ন দেখেছি এটার বেখ্যা থাকলে জানাবেন
আমি দেখি হটাৎ আকাশে কি যেন আসছে ছোট কোন বিমান এর মতো তারপর এটার উপর আকাশের আভ এসে এটাকে লুকিয়ে ফেলে তারপর এটা থেকে কি যেন একটা নীচে পড়লো আর সব বাড়ি ঘর পরে যেতে শুরু করলো আমি দেকলাম আমার আসে পাশের সব বাড়ি ঘর পরে গেলে আমি দৌড়িয়ে ওখান থেকে চলে গেলাম কিচুক্ষন পর আমি এসে দেখি শুধু আমার বাসার আসে পাশের 30 টার মতো বিল্ডিং পড়া তারপর আমি আমার পরিবারের সবাইকে খোঁজতে লাগলাম দেকলাম অনেক জন সুস্থ আছে আর বাকি লোকদের আমি খুজতেসি তারপর আমার ঘুম ভেঙে গেলো আমি ঘুম থেকে যেতে অনেক ভয় পেয়ে যাই
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস,
৭ সেপ্টেম্বর, ২০২১
কুমিল্লা
৭৪৫৭
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
হুজুর আমি একটা স্বপ্ন দেখেছি এর যদি কোনো ব্যাখ্যা থাকে তাহলে আমাকে জানাবেন প্লিজ।
আমি দেখেছি যে আমি জামাতের সাথে নামাজ আদায় করতেছি। একই স্বপ্নে দুইবার নামাজ পড়তে দেখেছি জামাতের সাথে। প্রথমবার জামাতে শরিক হয়েছি, এবং দ্বিতীয় বার আমি একা নামাজ পড়তে যাই তখনই আমার দুই বন্ধু এসে বলল যে তারাও নামাজ পড়বে তখন আমরা তিনজনে পরামর্শ করে বললাম তাহলে আমরা জামাতে নামাজ আদায় করি তখন আমরা অজু করে জায়নামাজ বিছাই আর নিয়ত করি যে আমি ইমাম হয়ে নামাজ পড়াবো।
এই পর্যন্তই স্বপ্নটা দেখা হয়েছে। এখন এর কি কোনো ব্যাখ্যা আছে?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ
২৪ জুলাই, ২০২১
ঢাকা
৬৩৪২
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, اَلسَّلاَمْ عَلَيْــــــــــــــــــــكُمْ وَ رَحْمَةُ اللہِ وَبَرَكَاتُهُ

একটি স্বপ্ন নিয়ে চিন্তিত আছি,দেওবন্দ মাদ্রাসায় জানিয়েছিলাম কিন্তু যিনি স্বপ্নের ব্যাখ্যা করেন তিনি না থাকায় উত্তর পাইনি,আপনাদের এখানে মাসাইল নামক টপিকে দেখলাম স্বপ্নের ব্যাখ্যা করেছেন, আমার উত্তর টা দিবেন আশা করি।

প্রশ্ন: অতিরিক্ত কাজ করার কারণে মাঝে মাঝে রাতে ঘুমানোর পূর্বে মাসনূন দোয়া পড়তে পারিনা, যেদিন মাসনূন দোয়া পড়ি সেদিন কোন স্বপ্ন দেখিনা, কিন্তু যেদিন দোয়া না পড়েই ঘুমিয়ে যাই,সেদিন আজিব স্বপ্ন দেখি, স্বপ্ন এরকম, কিছু লোক আমাকে ধরার চেষ্টা করে, কিন্তু স্বপ্নেই মনে হয় এরা জ্বীন, তখন আমি মাসনূন দোয়া পড়ি,এরপর আর তাদের দেখিনা, মাঝে মাঝে আমি বুঝতেও পারি দোয়া পড়তেছি,তখন ঘুম বেশি গভীর থাকেনা।

এরকম স্বপ্নের মতলব কি??
بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ، وَجَزَاكَ اللَّهُ خَيْراً
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ
২৯ মে, ২০২১
Dhaka