প্রশ্নঃ ১০১৭২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 
সপ্নে সাপকে পেচিয়ে থাকতে দেখলে কি হয়। একটু চেষ্টা করবেন উওরটা তারাতারি দেওয়ার।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য যিনি স্বপ্ন দেখেছেন তার অবস্থান, স্বপ্ন দেখার সময়-ক্ষণ, স্বপ্নের পুরো বর্ননা দেওয়া উচিত।
ফজরের পর সকালে এ ধরনের স্বপ্ন দেখলে তা নিরর্থক। এই নিয়ে পেরেশানির কোনো কারণ নেই।
ভোররাতে এই স্বপ্ন দেখে থাকলে যিনি দেখলেন তাকে সাপ পেঁচিয়ে আছে, শত্রুদের ঘেরের মধ্যে পড়ে আছেন। বেশী বেশী তওবাহ ইস্তেগফার এর মাধ্যমে আল্লাহ তায়ালার দিকে রুজু হওয়া উচিত। এবং…
যাবতীয় মানুষ ও জিন শয়তানের ক্ষতি থেকে বাঁচার জন্য আমল:
পাঁচ ওয়াক্ত নামাযের পর
দুরুদ শরীফ তিনবার
সুরাতুল ফাতিহা তিনবার
আয়াতুল কুরসী তিনবার
সূরা ইখলাস তিনবার
সূরা ফালাক্ব তিনবার
সূরা না-স তিনবার
দুরুদ শরীফ তিনবার পড়ে দুই হাতের তালুতে ফু দিয়ে প্রথমে চেহারা, মাথা, শরীরের সামনের অংশ, এরপর যথাসম্ভব পুরো শরীর মাসাহ করে দিবেন।
রাতে ঘুমানোর সময় এই আমলটি আরেকবার করবেন।
কোনো ওয়াক্তে আমল করতে ভুলে গেলে স্মরণ আসা মাত্রই আমল করে নেবেন।
ফজর ও মাগরিবের সলাতের পর তিনবার তিনবার পড়বেন:
بِسمِ الله الّذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم.
বিসমিল্লাহিল্লাযী লা-ইয়াদুররু মা'আসমিহী শাইউন ফিল আরদি ওয়া লা-ফিস সামা- ওয়া হুয়াস সামীউল 'আলীম।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
