আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

৩৯৫৪
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। মুহতারাম আমার প্রশ্নগুলোর জবাব দিবেন দয়া করে:

১| আমরা ইদানিং বিভিন্ন ওয়েবসাইট থেকে বইয়ের পিডিএফ ডাউনলোড করে পড়ি। এগুলো ক্রয় করে পড়া হলে হয়ত লেখক একটি সম্মানি পেতেন।এখন পিডিএফ গুলোর ক্ষেত্রে লেখক তার সম্মানি পান কিনা আমরা জানি না।এক্ষেত্রে এই বইগুলি পড়া যাবে কিনা?

২|যদি লেখক বইগুলি থেকে সম্মানি না পান তবে কি বইগুলি পড়ার জন্য আমরা কি গুনাহগার হব। আর আপাতত পিডিএফগুলো পড়ে পরে বইগুলি কিনে নিলে হবে ?

৩|শীতকালে আমরা অনেকেই হুডি পড়ি। এই হুডির উপরের যে ক্যাপ অংশ তা মাথায় রেখে সালাত আদায় করলে কি টুপির সুন্নাত আদায় হবে?

৪|আমি ওয়াশরুমে হাজতের শেষে যখন পবিত্রতা অর্জন করি তখন মনে হয় পানির ছিটা উপরের দিকে উঠছে আমার গায়ে লাগছে। এখন সঠিকভাবে পানি লাগে কিনা আমি চূড়ান্তভাবে নিশ্চিত হতে পারি না তখন আমি কি করতে পারি? আবার অনেক সময় ভাবি যেই পরিমাণ পানির ফোঁটা লাগতে পারে তাতে তো এক দিরহামের চেয়ে কম হয় তাই আর ধোয়ার প্রয়োজন মনে করি না। আমার এই ধারনা করা ঠিক না ভুল।(উল্লেখ্য ধোয়ার সময় আমি নতুন আরো সমস্যায় পড়ি তাই অল্প পরিমাণ নাপাক ধৌত করি না।)

জাজাকাল্লাহু খায়রান।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
১৩ ডিসেম্বর, ২০২০
ঢাকা
৩৯০১
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্সালামু আলাইকুম, হযরত কেমন আছেন?
১/ আমি বিয়ে করেছি ২মাস আগে, এখন কিছুটা সমস্যা থাকার কারনে অন্ততপক্ষে ২ বছরের মধ্যে আমি বাচ্চা নিতে পারবোনা, তারপর ইনশাআল্লাহ নিবো,
এমন অবস্থায় আমার স্ত্রী ঔষধ খেয়ে থাকে, এখন এটার বিষয় দয়া করে জানাবেন,
২/ পিরিয়ড অবস্থায় স্ত্রীর লজ্জাস্থান দেখা যাবে কিনা?
৩/ স্ত্রীর পিরিয়ড অবস্থায় আমার স্ত্রী অন্য কোন উপায় যদি আমার বীর্য বের দেয়, এ বিষয় জানাবেন,
৪/ আমার স্ত্রী জেনারেল শিক্ষিত, তার ক্লাসের একজন ঘনিষ্ঠ ফ্রেন্ড আছে যে হিন্দু, এখন আমার স্ত্রীর মধ্যে দ্বীনের অনেকটা বুঝ আসার কারনে আল্লাহর রহমতে আগের সব কিছু ছেড়ে আল্লাহর পথে অনেক ধাবিত হচ্ছে, কিন্তু কোন ভাবেই তার সেই হিন্দু ফ্রেন্ডকে ভুলতে পারছেনা, এখন কি করার?
যদিও আমি বলার কারনে কিছুটা পিছু হটছে কিন্তু আমি ভালো করে বুঝাতে পারছিনা,
৫/ আমরা একজন অন্যজন কে অনেক ভালোবাসি, তারপরও কম মনে হচ্ছে এটার মধ্যে আরো উন্নতি চাই এটাও জানাবেন,

অগ্রীম ধন্যবাদ 🙏
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
৭ ডিসেম্বর, ২০২০
Barisal, Bangladesh
৩৮৩১
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাপ যদি সন্তানের কাছে ওয়াদা করে সন্তানের বাড়ি লিখে নেয় এই বলে যে তোর বাড়ি আমার কাছে আমানত হিসেবে রাখ। যখন তোর প্রয়োজন হবে তখন তোর আমানত তোকে ফেরত দিব। সন্তান তার কথা মত তার বাপ কে তার সমস্ত সম্পত্তির 60% তার বাবার নামে লেখে দেয়। কিন্তু এখন তার বাবা সম্পূর্ণ অস্বীকার করে যে সে এরকম কোনো ওয়াদা করে নি। আর বলে যে সে তার সন্তান এর পিছনে ছোট বেলা থেকে এই পর্যন্ত যত খরচ করেছে এটা সেই খরচ হিসেবে তার প্রাপ্য। এমনকি সন্তান যে বাড়িতে থাকে তার একটি ফ্লোর পুরা দখল করে। সে তার ছেলেকে কোনো ভাগ দেয় না। এখন বলে যে তোমাকে যদি দিয়ে দিই তো আমার মেয়েদের কি হবে। আর যখন তার সন্তান তার সাথে কথা কাটা কটি হয় তখন বলে যে তারা এই বাড়ি ছেড়ে অন্য কোথাও ভাড়া থাকবে। এবং তার যে সম্পত্তি তার থেকে তার ছেলে কিছু পাবে না। এখন হযরত আপনি বলুন ছেলের কি করা উচিত। তার আল্লাহ কি এত বড় অবিচার করবে সেই ছেলের সাথে? আরো অনেক কথা ছিল বলা হলো না। যদি আপনার সময় হয় তো আমাকে একটা মিসকল দিয়েন। আমি আপনাকে কল দিব। ০১৭৭৫০০৩৫৫৬
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
১৩ ডিসেম্বর, ২০২০
খুলনা