ব্যাংকের মাধ্যমে প্রেরিত বেতনের টাকা জমে গিয়ে এর উপর প্রদত্ত মুনাফার হুকুম
প্রশ্নঃ ৪২৮০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন টি হচ্ছে। আমি সরকারি চাকরি করি কিন্তু আমার বেতন সমূহ ব্যাংকের মাধ্যমে নিয়ে থাকি বছর শেষে দেখা যায় ওই ব্যাংকে বর্ধিত টাকার উপর ইন্টারেস্ট দিয়ে থাকে আমাকে। এখন বিষয়টি হচ্ছে আমি স্বেচ্ছায় ব্যাংকের মাধ্যমে টাকা নিচ্ছি না তাহলে ব্যাংকের জমানো টাকার উপর যে সুদ আসে তারমধ্যে বেশিরভাগ অংশ কেটে ফেলে বাৎসরিক চার্জ হিসেবে এখন সামান্য কিছু টাকা অনেক সময় বেশি হয় তাহলে কি ওই টাকাটা আমার নেয়াটা ঠিক হবে? আর যদি সেটা সুদ হয় তাহলে এই টাকাটা সওয়াব উদ্দেশ্যে আমি কোনো গরিবকে দিতে পারব।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সরকারি/বেসরকারি চাকরির বেতনের টাকা ব্যাংকের মাধ্যমে প্রদান করা হলে প্রতি মাসে পুরো স্যালারির টাকা ব্যয় না হওয়ায় কিছু টাকা জমে যায়। ঐ জমে থাকা টাকার উপরে সুদি ব্যাংকগুলোতে সুদ দিয়ে থাকে। আবার এই জমা টাকা থেকে বছরান্তে ব্যাংকের সার্ভিস চার্জ কর্তন করে। সার্ভিস চার্জ কর্তনের পরে যে টাকা জমা থাকবে সেটা আপনার প্রাপ্য। জমা টাকার উপরে যে ইন্টারেস্ট যোগ হয় সেই টাকা সওয়াবের নিয়ত ছাড়া নিতান্তই গরীবদের মাঝে বিলিয়ে দিতে হবে।
উল্লেখ্য: ইন্টারেস্টের টাকা গরীবদের মাঝে বিলিয়ে দিতে সওয়াবের নিয়ত করার অবকাশ নেই। যেহেতু আপনি নিজেকে পাপ থেকে বাঁচানো ও দায় মুক্তির জন্য এই টাকাগুলো গরীবদেরকে দিচ্ছেন।
إِذَا كَانَ الْمَال الَّذِي فِي يَدِ الْمُسْلِمِ حَرَامًا فَإِنَّهُ لاَ يَجُوزُ لَهُ إِمْسَاكُهُ وَيَجِبُ عَلَيْهِ التَّخَلُّصُ مِنْهُ،
—আল মওসূআ আল ফিকহিয়্যাহ
আরো উল্লেখ্য:
ব্যাংকের সার্ভিস চার্জ আপনার জমানো টাকা থেকে পরিশোধ করতে হবে। জমানো টাকার উপর যে মুনাফা আসে সেখান থেকে সার্ভিস চার্জ কর্তন করানো যাবে না। কেননা সার্ভিস চার্জ আপনার নিজের কাজে ব্যবহার হচ্ছে। সেটা আপনার নিজের টাকা থেকেই দিতে হবে। যদি মুনাফা থেকে সার্ভিস চার্জ কর্তন করানো হয় তাহলে আপনি ব্যাংকের প্রদত্ত মুনাফা নিজের জন্য ভোগ করে ফেললেন। সুদখোরের তালিকায় পড়ে যাবেন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন