ব্যবহৃত কাপড় দিয়ে ইহরাম পরিধান করা
প্রশ্নঃ ১০০২৮৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি এবছর হজ্জে যাবার নিয়ত করেছি। আমি বিগত ১৮ সালেও একবার হজ্জে গিয়েছিলাম ওই বছরের ব্যবহৃত এহরামের কাপড় আমি লন্ডিতে দিয়ে ধোলাই করে স্ত্রী করে রেখেছি। সেই এহরামের কাপড় পড়ে কি এ বছর হজ করা যাবে ?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
জি হ্যাঁ। ইহরামের জন্য দুটি নতুন কাপড় কিংবা ধৌত করা পরিষ্কার-পরিচ্ছন্ন পুরাতন কাপড় পরিধান করা উত্তম। প্রতি বছর নতুন কাপড় পরিধান করা সুন্নত বা মুস্তাহাব নয়। আর পুরাতন কাপড় পরিষ্কার-পরিচ্ছন্ন হলে ইহরামের জন্য তাই যথেষ্ট। তা মোটেও অনুত্তম নয়। মাবসূত, সারাখসী ৪/৩; তাবয়ীনুল হাকায়েক ২/২৫০; আলবাহরুর রায়েক ২/৩২০; আলমুগনী, ইবনে কুদামা ৫/৭৭; শরহুল মুহাযযাব ৭/২২৭,
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া
খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর
ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন