হলক্ব না করে তাকসীর (চুল খাটো) করা
প্রশ্নঃ ১০০২৯৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার প্রশ্ন হচ্ছে, হজ্জের সফরে "ট্রিমার দিয়ে চুল ফেললে কি হবে? মাথা কামানো কি জরুরী নয় ?"
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
পুরুষের জন্য হালাল হওয়ার সর্বোত্তম পদ্ধতি হচ্ছে, হলক অর্থাৎ পুরো মাথা মুণ্ডিয়ে ফেলা। আর কসর করার দ্বারাও হালাল হওয়া যায়। কসর হচ্ছে পুরো মাথার চুল আঙুলের এক গিরা পরিমাণ কেটে খাটো করা। হালাল হওয়ার সুন্নাহসম্মত নিয়ম এ দু’টিই। অবশ্য মাথার চার ভাগের একভাগের চুল হলক করলে বা ঐ পরিমাণ জায়গার চুল আঙুলের এক গিরা বরাবর করে ছেটে ফেললেও ইহরাম থেকে মুক্ত হয়ে যাবে। কারো মাথায় অসুস্থতা বা কোনো ওজর থাকলে সে এ পদ্ধতি অবলম্বন করতে পারে। তবে ওজর ছাড়া এমনটি করা যাবে না। হাদীসে এক অংশের চুল কেটে অন্য অংশ রেখে দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে আর এক চতুর্থাংশের কম মুণ্ডনো বা ছাটা হলে কোনোক্রমেই হালাল হবে না।
রাসূলুল্লাহ (ﷺ) হলক্বকারীদের জন্য তিনবার রহমতের দু‘আ করেছেন আর কসরকারীদের জন্য দু‘আ করেছেন একবার। কাজেই হলক করাই সর্বোত্তম।
সহীহ মুসলিম, হাদীস নং ৩০১৫
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া
খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর
ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন