টাক মাথায় হলক্ব করা
প্রশ্নঃ ১০০৩০৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যে ব্যক্তি উমরা করে চুল মুণ্ডন করেছে এরপর হজ্ব করেছে কিংবা কারো মাথা পূর্ব থেকে মুণ্ডানো থাকলে অথবা পুরো মাথায় টাক থাকলে হালাল হওয়ার জন্য কি করতে হবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কারো মাথা পূর্ব থেকে মুণ্ডানো থাকলে কিংবা পুরো মাথা টাক থাকলে হালাল হওয়ার জন্য মাথায় ক্ষুর বুলিয়ে নেওয়াই যথেষ্ট।
বাদায়েউস সানায়ে ২/২১২, রদ্দুল মুহতার ২/৫১৬, ফতোয়া হিন্দিয়া ১/২৩১
বিখ্যাত তাবেয়ী মাসরুক রাহ.-কে জিজ্ঞাসা করা হল, যে ব্যক্তি উমরা করে চুল মুণ্ডন করেছে এরপর হজ্ব করেছে সে কী করবে? তিনি বলেন, ‘সে তার মাথায় ক্ষুর বুলিয়ে নিবে।
মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদীস ১৩৭৯৯
নাফে রাহ. বলেন, ‘আবদুল্লাহ ইবনে ওমর রা.-এর পুরো মাথা কেশবিহীন ছিল । তাই তিনি হজ্ব-উমরার পর মাথার ওপর ক্ষুর বুলিয়ে নিতেন। মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদীস ১৩৮০৩
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া
খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর
ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন