প্রশ্নঃ ১০০৭৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমি সরকারি চাকরি করি সরকার যে দায়িত্ব দিবে আমাকে তাই আমাকে পালন করতে হবে।
সেক্ষেত্রে সরকার আমাকে বেতনদেয়, আমরা জানি সরকার বিভিন্ন জায়গা থেকে টাকা আয় করে যা সুধের থেকেও পায় ইসলাম অনুমোদিত না এমন জায়গা থেকেও পায় এ ক্ষেত্রে আমার বেতন কি হালাল হবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মালিকের অবৈধ বা সুদের খাত ছাড়াও যদি আয়ের বৈধ খাত থেকে থাকে, তাহলে কর্মচারীর জন্য ওই মালিকের চাকরি করে বেতন নেওয়া জায়েজ হবে! তবে ওই মালিক যদি ওই কর্মচারীকে কোনো জুলুম-অত্যাচার অথবা ইসলাম বিরোধী কোনো কাজ করার হুকুম করে তাহলে ওই কর্মচারীদের জন্য ওই হুকুম পালন করা জায়েয হবে না! কেননা রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম ইরশাদ করেন -
لا طاعة لمخلوق في معصية الخالق
অর্থাৎ আল্লাহ তায়ালার অবাধ্যতা হয়ে কোন বান্দার আনুগত্যতা করা জায়েজ হবে নেই!
বরং কোন কোন ক্ষেত্রে এটা ঈমান ভঙ্গেরও কারণ হতে পারে!
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন