হজ্ব ফরয হওয়ার পর নিসাব নিঃশেষ হয়ে গেলে তার বিধান
প্রশ্নঃ ১০০৯৫৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হজ্ব ফরয হওয়া সত্ত্বেও যে ব্যক্তি হজ্ব করেনি, এখন তার কাছে হজ্বের জন্য সে পরিমাণ অর্থও নেই। সুতরাং ঐ ব্যক্তি উমরা করলে কি তার ফরয হজ্ব আদায় হবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
শরীয়তের প্রতিটি বিধানের স্বতন্ত্র বিধিবিধান এবং গুরুত্ব রয়েছে। নফল দিয়ে কখনো ফরযের শূন্যতা পূরণ হবে না। তবে, ফরযে ঘাটতি হলে সেই ঘাটতি নফল দ্বারা পূর্ণ হবে। কিন্তু মৌলিক ফরয আদায় না করলে নফল দিয়ে সেই শূন্যতা পূরণ হয় না। কাজেই তার ফরয হজ্ব আদায় করতে হবে। যদি কোনো ভাবেই করতে না পারে তাহলে আল্লাহ তা‘আলার কাছে কায়মনোবাক্যে তাওবা করবে।
আর ইন্তেকালের আগে সম্পদ হলে হজ্ব করবে। আর সম্পদ থাকা সত্ত্বেও যদি শারীরিক শক্তি না থাকে তাহলে বদলী হজ্ব করাবে। যদি তাও না পারে তাহলে বদলী হজ্ব করানোর অসিয়ত করে যাবে।
ফতোয়া শামী ২/৪৬৪ (এইচ এম সায়ীদ), ফতোয়া হিন্দিয়া ১/২৫৮ (দারুল ফিকর)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া
খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর
ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন