ইহরাম অবস্থায় পায়জামা পরিধান করা
প্রশ্নঃ ১০১১২৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি তামাতত্তু হজ্ব করার নিয়তে সৌদি আরবে আসি। এবং উমরার কার্যক্রম সম্পন্ন করি। হঠাৎ আমার মনে পড়লো ইহরাম বাধার সময় আমার পরনে পাজামা ছিল। এখন আমার করণীয় কি?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইহরাম অবস্থায় শরীরের মাপে সেলাইকৃত/প্রস্তুতকৃত পোশাক পরিধান করলে বিধান হলো, যদি কেউ পূর্ণ একদিন (১২ ঘণ্টা বা তারচেয়ে বেশী) সময় সেলাইকৃত পোষক পরিধান করে তাহলে তার উপর দম দেওয়া আবশ্যক। এবং ১২ ঘণ্টার কম কিন্তু এক ঘণ্টার বেশী হয় তাহলে তার ওপর সদকাতুল ফিতর দেওয়া আবশ্যক। আর যদি কেউ একঘণ্টার কম সময় সেলাইকৃত পোশাক পরিধান করে তাহলে তার জন্য একমুষ্টি খাবার (২/৪ রিয়াল) সদকা করে দেওয়া আবশ্যক। কাজেই প্রশ্নোক্ত ক্ষেত্রে ইহরামের নিয়ত করার পর আপনি কতটুকু পরিমাণ সময় পায়জামা পরিধান করে ছিলেন সেটার আলোকে করণীয় নির্ধারিত হবে। ইরশাদুস সারী- ৪২৪-৪২৬
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া
খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর
ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন