ইহরাম অবস্থায় দু‘আ করার সময় হাত দিয়ে মুখ ঢেকে রাখা
প্রশ্নঃ ১০১১৫২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইচ্ছাকৃতভাবে ইহরাম অবস্থায় দু‘আর সময় হাত দিয়ে মুখ ঢেকে দু‘আ করলে কি সমস্যা হবে? আর যদি ইচ্ছাকৃত না হয়ে আবেগে চলে গিয়েছে, পরে খেয়াল হলে হাত সরিয়ে নিয়েছে। দুই অবস্থায় হুকুম কি?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
দু‘আ করতে গিয়ে আবেগের সাথে দুই হাতের তালু চেহারার সাথে লেগে সামান্য সময় চেহারা ঢেকে গেলে, এতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ।
তবে এভাবে ইহরাম অবস্থায় দুই হাতের তালু দিয়ে চেহারা ঢেকে দু‘আ করার উচিত নয়।
তদুপরি সাবধানতার জন্য ইহরাম থেকে হালাল হওয়ার পর এক মুষ্টি খাবার কিংবা তার মূল্য সদাকাহ করে দেওয়া উত্তম। মূল্য হিসেবে দু চার রিয়াল সদাকাহ করলেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। রদ্দুল মুহতার ৮/২১৩; আল ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহু ৩/৫৯৯; গুনইয়াতুন নাসিক: ২৫৪
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া
খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর
ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন