ইহরাম অবস্থায় হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানী স্পর্শ করা
প্রশ্নঃ ১০১১৫৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইহরাম অবস্থায় হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানী স্পর্শ করলে কোন ক্ষতি হবে কি? যেহেতু এগুলোতে সাধারণত সুগন্ধি লাগানো থাকে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
বাইতুল্লাহর দেয়ালে ও গিলাফে নিচ থেকে প্রায় ৭/৮ ফুট পরিমাণ চতুর্দিকেই সুগন্ধি লাগানো থাকে, তাই যেকোনো অংশে হাত লাগানোর দ্বারা হাতে সুগন্ধি লেগে যেতে পারে। ইহরাম অবস্থায় সুগন্ধিযুক্ত হওয়া নিষিদ্ধ। মুমিন বান্দা যখন বিরাট ত্যাগ-তিতিক্ষার পর অনেক চড়াই-উতরাই পেরিয়ে বাইতুল্লাহ শরীফের একেবারে নিকটে পৌঁছে যায় তখন আবেগের বশবর্তী হয়ে ইহরামের অবস্থার কথা ভুলে গিয়ে বাইতুল্লাহয় হাত লাগায়, আলিঙ্গন করে। ফলে ইহরাম অবস্থায় অঙ্গ-প্রত্যঙ্গে সুগন্ধি লেগে যায়। তাই ইহরাম অবস্থায় গিলাফে বা কাবা ঘরে হাত দেয়ার ব্যাপারে সাবধান থাকবে। এ সময় আবেগের বশবর্তী না হয়ে হুঁশকে কাজে লাগানো প্রয়োজন। একটু সতর্ক হলেই এজাতীয় বড় ভুল থেকে বেঁচে থাকা সম্ভব। সহীহ মুসলিম ১/৩৭৩; ফতোয়া হিন্দিয়া ১/১২৪; আলমুগনী ইবনে কুদামা ৫/১৪০; আদ্দুররুল মুখতার ২/৪৮৭
টিকা: হাজরে আসওয়াদ শব্দের অর্থ ‘কালো পাথর’। এটি একটি পবিত্র পাথর, যা কাবা শরিফের পূর্ব-উত্তর কোণে স্থাপন করা আছে। মুসলিমদের জন্য এটি অত্যন্ত ফযীলতপূর্ণ এবং ইসলামের গুরুত্বপূর্ণ প্রতীক। হাজরে আসওয়াদ তাওয়াফের শুরু এবং শেষের নির্দিষ্ট স্থান হিসেবে ব্যবহৃত হয়। বর্তমানে এই হাজরে আসওয়াদ বরাবর মসজিদে হারামের দেয়ালে সবুজ বাতি লাগানো আছে, যা দেখে সহজ্বেই হাজরে আসওয়াদের কোনা নির্ণয় করা যায়।
টিকা: রুকনে ইয়ামানি হলো কাবা শরিফের দক্ষিণ-পশ্চিম কোণ । এটি কাবার চার কোণের একটি, যা ইয়েমেনের দিকে মুখ করে আছে বলে এর নাম রাখা হয়েছে রুকনে ইয়ামানি। এই কোণটি তাওয়াফ করার সময় বিশেষভাবে উল্লেখযোগ্য। আবদুল্লাহ ইবনে উমর (রাযি.) বলেন, রাসূলুল্লাহ ﷺ হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানি ছাড়া আর কিছু স্পর্শ করতেন না। (সহীহ মুসলিম, হাদিস : ১২৬৭)
রুকনে ইয়ামানি কাবা শরিফের গুরুত্বপূর্ণ একটি অংশ, যা তাওয়াফের সময় স্পর্শ করা সুন্নত।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া
খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর
ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন