ইহরাম অবস্থায় knee compression sleeve (হাটুর সাপোর্টের বেল্ট) ব্যবহার
প্রশ্নঃ ১০১১৬০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইহরাম পড়া অবস্থায় কি হাটুর সাপোর্ট এর বেল্ট বা knee compression sleeve ব্যবহার করা যাবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কোন সুস্থ ব্যক্তির জন্য ইহরাম অবস্থায় এই ধরনের কোনো সাপোর্টার বা হাতা জাতীয় কিছু পরিধান করার প্রশ্নই আসে না।
যিনি পরছেন অবশ্যই তার ওপর ডাক্তারের বিধিনিষেধ আছে যে, এটা ছাড়া তিনি হাঁটাচলা করতে পারেন না। করলে হয়তো তার অসুস্থতা বৃদ্ধি পাবে বা সুস্থ হতে বিলম্ব হবে। তিনি বাধ্য হয়ে ইহরাম অবস্থায় এটা ব্যবহার করতে পারবেন। তার জন্য এটি ওজর হিসেবে গণ্য হবে। কিন্তু সাধারণ হাঁটু ব্যথার ওজর পেশ করে ইহরাম অবস্থায় এগুলো পরিধান করা যাবে না। বাদায়েউস সানায়ে: ২/১৮৩ (দারুল কুতুবিল ইলমিয়্যাহ), রদ্দুল মুহতার ২/৪৮১ (দারুল ফিকর)।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া
খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর
ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন