ইহরামের সময় ঔষুধী (spray) স্প্রে ব্যবহার
প্রশ্নঃ ১০১১৬৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার পিঠে অনেক ব্যথা হয়, আমি কি হজ্বের সময় ব্যথার স্প্রে ব্যবহার করতে পারব?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সাধারণ ব্যথা হলে দু‘আর মাধ্যমে মুক্তি পাওয়ার চেষ্টা করুন। ব্যথার জায়গায় হাত রেখে তিনবার পড়ুন “বিসমিল্লাহ”।
এরপর সাতবার পড়ুন-أَعُوْذُ بِاللهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ
উচ্চারণ: আউজুবিল্লাহি ওয়া কুদরতিহী মিন শাররি মা- আজিদু ওয়া উহা জিরু।
এছাড়া ব্যথার জায়গায় হাত রেখে তিনবার সূরা ফাতিহা, ৭ বার সূরা আলাম নাশরাহ, সূরা কুরাইশ পড়লে ব্যথা কমে যাবে ইনশাআল্লাহ। একদম অনন্যোপায় হয়ে গেলে ব্যথানাশক ঔষধ গ্রহণ করা যাবে। কিন্তু বিকল্প না থাকলে স্প্রে ব্যবহার করতে পারেন। ব্যথা কমে আসলে সুগন্ধি ধুয়ে দূর করে দিন। এরপর যেহেতু স্প্রের মধ্যে অনেক সুগন্ধি আছে, তাই ইহরাম থেকে হালাল হওয়ার পর সতর্কতার জন্য কিছু সাদাকাহ করে দিবেন। তিন সা খাবার ছয়জন মিসকিনের মাঝে বণ্টন করে দিবেন। যার মূল্য প্রায় ৫০-৬০ রিয়াল হতে পারে। (সময়ের পরিবর্তনে মূল্যে তারতম্য হতে পারে) সহীহ মুসলীম, হাদীস নং ২২০২, তাবয়িনুল হাকায়েক ২/১৩ (দারুল কিতাবিল ইসলামী), ফতোয়া শামী ২/৫৪৭ (এইচ এম সায়ীদ)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া
খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর
ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন