একসাথে একাধিক তাওয়াফ সম্পন্ন করে তাওয়াফের নামায আদায় করা
প্রশ্নঃ ১০১২৯৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একাধিক নফল তাওয়াফ একসাথে করা যাবে কি? এবং সকল তাওয়াফের শেষে একবারে তাওয়াফের নামায আদায় করে নিলে জায়েয হবে কি?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
রাসূল ﷺ এর সুন্নাহ হল, তাওয়াফ শেষ করে মাক্বামে ইবরাহীমের পেছনে দু'রাকাত তাওয়াফের নামায আদায় করা। (সাধারণত প্রথম রাকাতে সূরা কাফিরূন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়া হয়)
একসঙ্গে একাধিক তাওয়াফ করে সকল তাওয়াফের নামায একত্রে আদায় করা যদিও জায়েয আছে তবে এটি পছন্দনীয় আমল নয়। কাজেই প্রত্যেক তাওয়াফের (সাত চক্করের) পরপর মাকরুহ ওয়াক্ত না হলে তাওয়াফের দুই রাকাত আদায় করে নেওয়াই উত্তম। ইরশাদুস সারী: ১১৩, মাবসুত সারাখসি: ৪/৭৪ ।
একটি পরামর্শ: তাওয়াফ আরম্ভ করার সময় খেয়াল করে সময়টা এমনভাবে বেছে নেবে যেন তাওয়াফের ৭ চক্করের মাঝে বিরতি না দিতে হয়। বিরতিহীন তাওয়াফ করা সুন্নত। যদিও তাওয়াফের সাত চক্করের মাঝে অজু, ইস্তিঞ্জা, কিঞ্চিৎ বিশ্রাম অথবা ফরয নামাযের জামাতের জন্য বিরতি নিয়ে অবশিষ্ট তাওয়াফ বিরতির পর পূর্ণ করার অবকাশ আছে। রদ্দুল মুহতার: ২/৪৯৭ (এইচ এম সায়ীদ)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া
খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর
ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন