হজ্বের পর একাধিকবার মক্কা থেকে বিদায় নেওয়া
প্রশ্নঃ ১০১৩৪৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরা ১২ তারিখ মদীনায় যাব, আবার ২০ তারিখ মক্কায় ফিরে এসে ২৬ তারিখ জেদ্দা হয়ে বাংলাদেশে ফিরবো। জানার বিষয় হল, আমরা বিদায়ী তাওয়াফ কবে করবো? ১২ তারিখ না কি ২৬ তারিখ?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
বিদায়ী তাওয়াফ করা ওয়াজিব। মূলত তাওয়াফে যিয়ারতের পর যেই তাওয়াফই করা হবে সেটাই বিদায়ী তাওয়াফ হিসেবে গণ্য হবে। কাজেই কেউ যদি তাওয়াফে যিয়ারতের পর বিদায়ী তাওয়াফের নিয়ত ছাড়া যে কোনো নফল তাওয়াফও করে তাহলে সেটা বিদায়ী তাওয়াফ হিসেবেই গণ্য হবে। তার ওপর কোনো ধরণের দম/জরিমানা আবশ্যক হবে না। তবে বিদায়ী তাওয়াফের পর যদি কেউ মক্কায় অবস্থান করে তাহলে তার জন্য মক্কা থেকে চলে আসার পূর্বে তাওয়াফ করে বিদায় নেওয়া মুস্তাহাব।
কেননা হাদিস শরিফে আছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি. বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন, তোমাদের কেউ যেন (মক্কা থেকে) প্রত্যাবর্তন না করে যতক্ষণ না তার শেষ আমল হয় বাইতুল্লাহর তাওয়াফ। ত্বহাবী শরীফ হাদিস নং: ৪০৫০ আদ্দুররুল মুখতার: ২/৫২৩
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনারা যদি তাওয়াফে যিয়ারতের পর কোনো তাওয়াফ নাও করেন তাহেল ১২ তারিখ মদিনা যাওয়ার আগে যেই তাওয়াফ করবেন সেটাই বিদায়ী তাওয়াফ হিসেবে গণ্য হবে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া
খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর
ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন