আরাফার ময়দানে গোসল করা
প্রশ্নঃ ১০১৪০০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ৯ই যিলহজ্ব আরাফায় গোসল করা কি সুন্নত? তাহলে তো ইহরামের কাপড় পরিবর্তন করা লাগবে!
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মিনা, আরাফা এবং মুজদালিফা কোথাও গোসল করা হজ্বের অবশ্যকীয় আমলের অন্তর্ভুক্ত নয়। কাজেই আরাফায়ও গোসল করা আবশ্যক নয়। তবে হযরত আলী রাযি. আরাফার দিনের গোসলকে সুন্নত হিসেবে উল্লেখ করেছেন। ফলে সকল মাজহাবের ফোকাহায়ে কেরামও এ ব্যাপারে একমত যে, আরাফার দিনে যদি সম্ভব হয় তাহলে গোসল করে নেওয়া উত্তম। সাধারণত গোসলখানাগুলোতে প্রচণ্ড ভীড় থাকে। তাই একান্ত শারীরিক সমস্যা না হলে গোসল করতে উঠেপড়ে লাগা সমিচিন নয়। গোসলের সময় বড় গামছা, বা সেলাইবিহীন লুঙ্গী ব্যবহার করা যাবে। তারপর আগের পরিহিত বা নতুন ইহরামের কাপড়ও পরা যাবে। মউসুয়্যাতুল ফিকহিয়্যাহ ৪৫/৩২৩
উল্লেখ্য, অনেকেই ইহরাম বলতে শুধু সাদা কাপড়টাকেই বুঝেন! তাদের এই ধারণা সঠিক নয়। বরং ইহরাম হলো নিয়ত করে তালবিয়া পাঠ করার নাম। আর পোশাক হলো তার সহযোগী মাত্র। ইহরামের পোশাক পরিবর্তনের দ্বারা ইহরামে কোন সমস্যা হয় না।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া
খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর
ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন