১৩ই যিলহজ্ব রমী করার বিধান
প্রশ্নঃ ১০১৪৫১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, (১২ তারিখ) জমারায় পাথর মারতে মারতে এশার আজান হয়ে গিয়েছে। এমতাবস্থায় পরের দিনও কি পাথর মারতে হবে? এক্ষেত্রে করণীয় কি?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
১২ তারিখ জমারায় পাথর নিক্ষেপ করে কেউ চাইলে মক্কায় চলে আসতে পারে। তাতে তার হজ্বের কোনো ক্ষতি হবে না। তবে কেউ যদি ১২ তারিখ সূর্যাস্ত পর্যন্ত মিনায় (জামারাত ও মিনার সীমানার অন্তর্ভুক্ত) থাকে তাহলে তার জন্য রাতে মিনা ত্যাগ করা মাকরূহ বা অনুত্তম। বরং তার জন্য পরের দিন (১৩ ই যিলহজ্ব) পাথর নিক্ষেপ করে আসা মুস্তাহাব। তবে কেউ যদি ১৩ তারিখ সুবহে সাদিক পর্যন্ত মিনায় অবস্থান করে তাহলে তার জন্য ১৩ তারিখ জামারায় পাথর নিক্ষেপ করা ওয়াজিব। ওই দিন পাথর নিক্ষেপ না করলে দম দেওয়া আবশ্যক হবে।
উল্লেখ্য ১৩ তারিখেও দ্বিপ্রহরের পর রমী করা মুস্তাহাব। তবে সূর্যোদয়ের পর থেকে দ্বিপ্রহর পর্যন্ত রমী করা কোন কোন আলেমের মতে জায়েয আছে। লুবাবুল মানাসিক: ৩৪৩-৩৪৪, বাদায়েউস সানায়ে: ২/৩২৫
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া
খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর
ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন