হজ্ব চলাকালীণ পিরিয়ড
প্রশ্নঃ ১০১৬০৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হজ্ব চলাকালীণ কারো পিরিয়ড শুরু হলে করণীয় কি? অথবা পিরিয়ড শুরু হওয়ার আগেই যদি কোনরকম প্রতিষেধক গ্রহণ করা হয় তাহলে কোনো সমস্যা আছে কি না?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হায়েয অবস্থায় শুধু তাওয়াফ করা নিষিদ্ধ। এছাড়া হজ্বের সকল কাজ হায়েয অবস্থায় করা যাবে। যেমন মিনায় গমন, উকুফে আরাফা, উকুফে মুজদালিফা, পাথর নিক্ষেপ, সায়ী ইত্যাদি। তবে বর্তমানে সাফা মারওয়া মসজিদুল হারামের অন্তর্ভুক্ত হয়ে গেছে। তাই পিরিয়ড অবস্থায় সায়ীও করা জায়েয হবে না।
বরং পিরিয়ড বন্ধ হলে তাওয়াফ এবং সায়ী করে নিবে। এমনকি যদি ১২ তারিখ সূর্যাস্তের আগে পবিত্র না হয় তাহলে পবিত্র হওয়ামাত্র গোসল করে তাওফাফ-সায়ী করে নিবে। এক্ষেত্রে বিলম্বের কারণে কোনো জরিমানা আসবে না।
আর হায়েয শুরু হওয়ার আগেই যদি হায়েয বন্ধ রাখার ঔষধ গ্রহণ করে হায়েয আটকে নেয়, তাহলে হজ্ব আদায়ে কোন সমস্যা নেই। কিন্তু কৃত্রিম উপায়ে হায়েয বন্ধ রাখা কোনো উত্তম পন্থা নয়। বিশেষ ওজর না থাকলে স্বাভাবিক নিয়মে চলাই উচিত।
আর এ ধরনের ঔষধ ব্যবহারের পূর্বে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করা বাঞ্ছনীয়। কারণ এধরনের ঔষধ সেবনের কারণে কারও শারীরিক কোনো সমস্যা দেখা দিতে পারে। তাই পরবর্তী জটিলতা এড়ানোর জন্য সতর্কতা অবলম্বন করা উচিত। সহীহ বুখারী: ১/২২৩, গুনইয়াতুন নাসিক:৯৫, ফতোয়া হিন্দিয়া:১/২২৭, রদ্দুল মুহতার: ২/৫১৯। -মুসান্নাফে আবদুর রাযযাক, হাদীস ১২১৯, ১২২০; আলমুহীতুল বুরহানী ১/৩৯৯; জামিউ আহকামিন নিসা ১/১৯৮; ফিকহুন নাওয়াযিল ২/৩০৮
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া
খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর
ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন