প্রশ্নঃ ১০৩৬১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমি নিজেকে পড়ালেখায় মনোযোগী করে তুলতে এবং পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে হলে "রাব্বি জিদনিই ইলমা" আর "রাববিস রাহলি সাদ্রি আমরি ওয়াইয়াহ সিরলি ওয়াকদাতাম মিল্লি সানি ইয়াফকহু কওলি" ছাড়া সংক্ষেপে আর কি কি দুয়া পড়তে পারি?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
পড়া লেখায় মনোযোগী হওয়ার জন্য প্রতিদিন সালাতুল হাজত পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন এবং প্রতিদিন পড়া লেখা শুরু করার পূর্বে তিন বার দুরুদে ইবরহীম পড়ে নিবেন। বিশেষত পরীক্ষার দিনগুলোতে অবশ্যই এই আমলগুলো করতে থাকুন। পরীক্ষার দিন সকালে সালাতুল হাজত পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে পরীক্ষা দিতে যাবেন। পরীক্ষার হলে প্রবেশের পর অথবা হলে যাওয়ার একটু পূর্বে সূরা ক্বলম তিলাওয়াত করুন।
পরীক্ষার হলে প্রবেশের পর উত্তরপত্র ও প্রশ্নপত্র হাতে পাওয়ার পূর্বে একশত বার পড়ুন يا عليم ইয়া আলিমু।
আল্লাহ তাআলা পরীক্ষায় কামিয়াব করবেন ইনশাআল্লাহ।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী, ফাতাওয়া বিভাগ, মুসলিম বাংলা
গবেষক, হাদীস বিভাগ, মুসলিম বাংলা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন