প্রশ্নঃ ১০৫৩৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার স্বামি পুলিশ। সে রিজার্ভ অফিসে কাজ করে।সে মাসে বেতন পায় কিন্তু তার কাজে খুশি হয়ে কেউ যদি টাকা দেয় সেটা কি হারাম হবে বা ঘুস হবে?কারন সে কার থেকে টাকা চায় না আর টাকা না নিতে চাইলে বিকাশ এ দেয়,যদি টাকা টা না নেয় ভাবে রাগ করছে কিন্তু বেপার টা হচ্ছে এই বারতি টাকা তা কি হারাম হবে?এই অফিসে সবার কাজই করা হয়,কেও খুশি হয়ে দেয় কেও দেয় না,যারা দেয় তাদের থেকে নেয়াটা কি হালাল হবে নাকি হারাম?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
তিনি যে কাজটা করেন সেটা নিশ্চয়ই তার রুটিনওয়র্কের অন্তর্ভূক্ত। এটা তার দায়িত্ব। আমার জানা মতে সরকারি কোনো কাজে দায়িত্ব পালনের পর মানুষ খুশি হয় এমনিতেই টাকা দেয় না। বরং পরোক্ষ কিংবা প্রত্যক্ষভবে কিছুটা চাহিদা অথবা পরর্তীতে দ্রুত করিয়ে নেওয়ার জন্যেই দিয়ে থাকে । আর যারা এখনে অর্থ দিয়ে থাকে তারা এটাকে ঘুষ মনে করেই দিয়ে থাকে। ঘুষ গ্রহন করা কোনো ভাবেই বৈধ নয়।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন