দুই সেজদার মাঝের দোয়া
প্রশ্নঃ ১০৭৯৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দুই সেজদার মাঝে কোন দোয়া পড়তে হয়? ৪রাকায়াত বিশিষ্ট নামাযের ১ম বইঠকে আত্তাহিয়াতুর পর ভুলে দুরুদ শরীফ পড়ে ফেলেছি, কিন্তু মনে পরার সাথে সাথে দাঁড়িয়ে ৩য় ৪র্থ রাকাত আদায় করেছি, এই ভুলে কি সাহু সিজদা দিতে হবে? যে সকল নামাযে ইমাম সাহেব মনে মনে কিরাত পড়ে তখন মুসুল্লিদের করনিয় কি? চুপ থাকবে নাকি মুসুল্লিদের ও কিরাত পড়তে হবে? ভুলে ৪রাকাত বিশিষ্ট ফরয নামাযে ৩রাকাতে ভুলে সূরা ফাতিহার সাথে সূরা মিলিয়ে ফেলেছি মনে পড়ার পর রুকুতে চলে গিয়েছি, সাহু সিজদা দেইনি, নামায হবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
দুই সিজদার মধ্যবর্তী বৈঠকের দোয়া
হজরত ইবনে আব্বার রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই সিজদার মাঝে বলতেন-
اَللّهُمَّ اغْفِرْلِيْ وَارْحَمْنِي وَاهْدِنِيْ وَعَافِنِيْ وَارْزُقْنِيْ
উচ্চারণ : আল্লাহুম্মাগফিরলি, ওয়ারহামনি, ওয়াহদিনি, ওয়া আফিনি, ওয়ারযুকনি। (মুসলিম, মিশকাত)
অর্থ : হে আল্লাহ আপনি আমাকে মাফ করুন, আমাকে রহম করুন, আমাকে হেদায়েত দান করুন, আমাকে শান্তি দান করুন এবং আমাকে রিজিক দান করুন।
এক সাথে একাধিক প্রশ্ন করা থেকে বিরত থাকুন। নতুবা অন্যরা প্রশ্নের উত্তর পাওয়া থেকে বঞ্চিত হবে। প্রশ্ন করার আগে নিচের কাজগুলো করে নিন,
মাসাইল সেকশনে সার্চ করে দেখুন (হয়ত ইতিমধ্যে অনুরূপ কোনও প্রশ্নের জবাব দেয়া হয়েছে)।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
