প্রশ্নঃ ১১০৬৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমি বর্তমানে BSF জব করি এখন আমার টেনিং চলছে।এই চাকরিতে জয়েন্ট করার আগে পযন্ত আমি পাঁচ ওয়াক্ত নামাজ ও তার সাথে মাঝে মধ্যে তাহারজতের নামাজ ও আদায় করতাম কিন্তু এখন আর কিছুই করতে পারছি না।এখন আমি কি করবো জানালে খুবই ভালো হয়।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আল্লাহ তায়ালা আপনাকে ইমান আমলের ওপর তারাক্কিও উন্নতি দান করুন। এখন আপনি কেন কিছুই করতে পারছেন না? এটা কি আপনার ওপর আরোপিত দায়িত্বের চাপের কারণে না-কি আপনার ব্যক্তিগত শৈথিল্যের কারণে?
যদি কর্মব্যস্ততার কারণে হয় তাহলে আপনার ঊর্ধতন কর্মকর্তার সাথে আলাপ করে সময় বের করতে চেষ্টা করুন। আল্লাহর ওপর ভরসা রেখে হিম্মত করে মানুষ কোনো কাজের চেষ্টা করলে আল্লাহ তায়ালা তার জন্য বহু পথ খুলে দেন।
আর যদি ব্যক্তিগত শৈথিল্য বা অলসতার কারণে হয়ে থাকে তাহলে আখেরাতে কথা স্মরণ করে নিজের মাঝে ইবাদতের প্রেরণা ও চেতনা ফিরিয়ে আনতে চেষ্টা করুন।
শরিয়তের নীতি অনুসারে মানুষ যখন আল্লাহর প্রিয় মানুষদের সোহবত-সংশ্রব অর্জন করে তখন দ্বীনে প্রতিটি বিষয়ে ইতিবাচক থাকা তার জন্য সহজ হয়ে যায়। কাজেই আপনি আপনার পছন্দমতো যেকোনো একজন আল্লাহ ওয়ালার সোহবত- সংশ্রব হাসিল করতে চেষ্টা করুন। তবে সাবধান! কথিত ফকির দরবেশ, কবর পূজারী - মাজার পূজারীদের থেকে যোজন যোজন দূরে থাকবেন। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে তাওফিক দান করুন। আমিন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন