প্রশ্নঃ ১১৫৪৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
হুজুরের নিকট সবিনয় আমার একটি প্রশ্ন ।সফররত অবস্থায় যদি কাপড় নাপাক হয়ে যায় এবং কাপড় এমনভাবে নাপাক হয়েছে যে নাপাক স্থান পরিষ্কার করা সম্ভব নয় এমত অবস্থায় আমার তিন থেকে চার ওয়াক্ত নামাজ কাজা হওয়ার সম্ভাবনা থাকে সেই অবস্থায় আমার করনীয় কি?
আরো সহজ করে বললে বলা যায়, আমি সকালে অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছি এরইমধ্যে আমার কাপড় নাপাক হয়ে গিয়েছে এবং আমার কাপড় পরিবর্তন করার কোন ধরনের উপায় নাই। সে ক্ষেত্রে আমার যোহর,আসর,মাগরিব কাযা হওয়ার সম্ভাবনা থাকে তখন আমার করনীয় কি মেহেরবানী করে বলবেন কি??????
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কোন ব্যক্তি মুসাফির হোক বা মুকীম হোক যদি তার কাপড়ে নাপাকি লাগে তাহলে আর যদি পরিবর্তনের সুযোগ না থাকে তাহলে যে স্থানে নাপাকি লেগেছে তা হতে নাপাকি ধুয়ে পবিত্র হতে হবে। আর যদি তা ধোয়ার বা কাপড় পরিবর্তনের কোন’ই সুযোগ না থাকে এবং নামাজের সময় শেষ হয়ে যাওয়ার আশংকা থাকে , তাহলে একান্ত অপারগতায় তা সহ’ই নামায আদায় করে নিতে হবে, নামায ছেড়ে দেয়া যাবে না। সুতরাং আপনার কাপড় নাপাক হয়ে গেলে আপনিও কাপড় পরিবর্তন করে নিবেন অথবা তা ধুয়ে পবিত্র করে নেবেন, একান্ত যদি কাপড় পরিবর্তনের বা ধৌত করার কোন সুযোগই না থাকে তাহলে তা সহই নামাজ আদায় করে নিবেন! কোনভাবেই নামাজ ছাড়া যাবে না!
(সূরা মায়েদা , আয়াত -৬ , তাফসীরে মা'রেফুল কোরআন- ৩১৩ পৃঃ , ফতহুল ক্বাদির- ১ / ২৭০ পৃঃ , ফাতাওয়ায়ে রহিমিয়া- ৫/১৫৯ পৃঃ , হেদায়া-১ / ৯৪ পৃঃ )
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন