প্রশ্নঃ ১১৭৫৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
শায়খ আমার একটা প্রশ্ন আছে প্লিজ উত্তর টা দিয়েন।
প্রশ্ন টা হলোঃ
আমি মেলা থেকে একটা জামা কিনেছিলাম তো আমার টাকা কিছু কম পড়ে গিয়েছিল দোকানদার বলল আপনি টাকাটা দিয়ে যাইয়েন তানা হলে পরকালে হিসাব দিতে হবে, তারপরের দিন আর মেলায় যাওয়া হয় নাই তো ১দিন পরে গিয়ে দেখি দোকান টা নাই। আমার বাড়িতে আইসা অনেক খারাপ লাগলো আমি এখন ও অনুতপ্ত তাই আমি এর কাফফারা দিতে চাই। আমি কি কাফফারা দিতে পারব, আর কাফফারা এর পরিমান কতটুকু হবে বলবেন।
[দোকানদার আমার কাছে ৬০-১০০ টাকা পাইত]
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
: সাধ্যানুযায়ী খোঁজা-খুজির পরেও যদি পাওনাদারের সন্ধান লাভ সম্ভব না হয়, তাহলে দেনা পরিমাণ টাকা পাওনাদারের পক্ষ থেকে গরিব-মিসকিনকে দান করে দিবে এবং মনে মনে এই নিয়ত রাখবে যে, এই দানের সওয়াব পাওনাদার পাবে। তাহলে ইনশাআল্লাহ কেয়ামতের ময়দানে এই দানের কারণে বিপদের সম্মুখীন হতে হবে না।
অবশ্য পরে যদি পাওনাদার এসে যায় তাহলে দান করার ব্যাপারটি তাকে জানানোর পরও তার পাওনা ফেরত চাইলে তাকে পাওনা পরিশোধ করতে হবে। এবং পূর্বের দান তার নিজের পক্ষ থেকে গণ্য হবে। (ফাতাওয়ায়ে তাতার খানিয়া: ৫/৫৯১)।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন