বড়দিনের দাওয়াতে অংশ গ্রহন করা
প্রশ্নঃ ১১৯৩৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার ডিপার্টমেন্ট এর উপরের লেভেলের একজন কমকর্তা (খৃষ্টান) আমাদের সবাইকে তার বাসায় বড়দিনের দাওয়াত দিয়েছে । তার বাসায় যাওয়া ঠিক হবে কি? কুরআন হাদিসের আলোকে জানতে চাই।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
বড়দিন খ্রিস্টানদের ধর্মীয় উৎসব। এতে কোনো মুসলমানের অংশগ্রহন করা কিংবা তাতে শুভেচ্ছা জানানো জায়েজ নাই। কেননা প্রিয়নবী হজরত মুহাম্মাদ সা. এর আগমনের মধ্য দিয়ে পূর্বেরকার সকল ধর্ম রহিত হয়ে গেছে । এখন বড়দিন উপলক্ষে তাদের শুভেচ্ছা জানানোর অর্থ হলো তাদের ধর্মকে স্বীকৃতি দেওয়া বা সমর্থন দেওয়া। যা সরাসরি কুফরি। কাজেই এর থেকে বিরত থাকা প্রত্যেক মুসলমানে জন্য জরুরী।
অমুসলিমের জবাইকৃত পশু ছাড়া অন্যান্য সকল কিছু যদি তাতে বাহ্যিক কোন নাপাকি দৃষ্টিগোচর না হয়, তবে তা খাওয়াতে অসুবিধা নেই। এমনিভাবে তাদের হাতের রান্না করা খাবার যদি মুসলমানদের জন্য হারমা জাতীয় কোনো বস্তু না হয় এবং তাতে নাপাক মিশ্রিত না থাকে তাহলে ওই খাবার গ্রহনেও কোনো অসুবিধা নাই।
কিন্তু তাদের দাওয়াতের উদ্দেশ্য যদি ভিন্ন কিছু হয় কিংবা খাবার খাওয়ানো তাদের দাওয়াতি মিশনের অন্তর্ভূক্ত হয় তাহলে তাতে অংশগ্রহণ করা কোনো মুসলিমের জন্য জায়েজ নাই।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন