প্রশ্নঃ ১১৯৭৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
পরিবারের কোন সদস্য চোখের সামনে যিনা করলে এবং মানা করা সত্তেও বিরত না থাকলে কি করণিয়? তাদের সাথে কেমন ব্যবহার করা উচিত।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি অন্যায় দেখবে সাধ্য থাকলে হাতের সাহায্যে অন্যায় থেকে বারণ করবে। সাধ্য না থাকলে মৌখিকভাবে বারণ করবে। এটিও সম্ভব না হলে অন্তরে এর প্রতি ঘৃণা রাখবে এবং পরিকল্পনা করতে থাকবে কীভাবে এই অন্যায় থেকে ফেরানো যায়।
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ قَالَ: قَالَ أَبُو سَعِيدٍ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ رَأَى مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ، وَذَلِكَ أَضْعَفُ الْإِيمَانِ»
আবূ সাঈদ রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত:
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-কে বলতে শুনেছিঃ যখন তোমাদের কেউ কোন অপকর্ম দেখতে পায়, তখন সে যেন তা নিজ হাতে প্রতিহত করে, যদি ততটুকু শক্তি তার না থাকে, তবে সে যেন মুখে তা দূর করতে তৎপর হয়, যদি এই শক্তিও তার না থাকে, তবে সে যেন উক্ত মন্দ কাজকে মনে মনে ঘৃণা করে। আর এ হলো ঈমানের নিম্নতম পর্যায়।
—সুনানে আন-নাসায়ী, হাদীস নং ৫০০৮
পরিবারের কাউকে চোখের সামনে যিনা করতে দেখলে নিজে একার পক্ষে কিছু করা সম্ভব না হলে পরিবারের প্রভাবশালী ব্যক্তিদের সাথে পরামর্শ করে অবশ্যই পথ খুঁজে পাবে। কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। নিজের পরিবারে যদি কেউ অন্যায় বারণ করতে না পারে, তো পৃথিবীর আর কোথায় পারবে?
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন