প্রশ্নঃ ১২২৫৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমি বাইরে গেলে যতটা সম্ভব পর্দা করে চলি, বোরকা, নিকাব সব পড়ি। অনেকদিন ধরে আমি খুব ডিপ্রেশনে আছি। আমার অনেক বয়স কিন্তু এখনো বিয়ে হয়নি। শারীরিক, মানুষিক সব দিক থেকে অসুস্থ আমি। আর আমার পরিবার থেকে অনেক ধরনের কথা শুনতে হয়, তারা দ্বীন বোঝেনা। আমি আল্লাহর ফয়সালার অপেক্ষায় আছি। তবুও খারাপ লাগে। অনেক সময় গুণাগ করতে ইচ্ছা করে।
আমি কখনোই সাজগোজ তেমন করতাম না। শুধুমাত্র এই বিষন্নতা কাটাতে ইদানিং মায়ের গাড়িগুলো পড়ে সাজি আর অনেক ছবি তুলি। আমি কোন পুরুষের সামনে ছবি তুলি না বা কেউ আমাকে দেখে না। ঘরেই সব হয়। এমনকি আমার ছবি ফেসবুক বা অন্য কোথাও কেউ দেখে না। আমার প্রশ্ন হলো, কোন সমস্যা আছে কি না। মিজানুর রহমান আজহারীর একটি ওয়াজে শুনেছি ফোনের ছবি পিক্সেল আকারে থাকে, তাই সমস্যা নেই। আপনাদের কাছে জানতে চাই বিষয়টি।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী! আপনার প্রশ্নের উত্তর জানতে নিচের রেফারেন্স উত্তরটি দেখুন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
রেফারেন্স উত্তর :
প্রশ্নঃ ৭০৫৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। প্রশ্নঃ- বর্তমানে অধিকাংশ মানুষকে দেখা যায় যে, তারা মোবাইলে নিজের বা অন্যের ছবি তুলছে এবং ফেসবুকে পোস্ট করছে। এটা কী জায়েজ?বিস্তারিত জানালে উপকৃত হব।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ছবির কয়টি পর্যায় রয়েছে।
মূর্তি-ভাস্কর্য সর্বসম্মতিক্রমে হারাম ও নিষিদ্ধ।
কাগজ, কাপড় বা দেয়ালে অঙ্কিত ছবি এটিও সর্বসম্মতিক্রমে নিষিদ্ধ। শুধুমাত্র পরিচয়পত্র, পাসপোর্ট ইত্যাদি অতীব প্রয়োজনীয় ক্ষেত্রে জায়েয।
ক্যামেরায় তোলা ছবি অর্থাৎ ডিজিটাল ছবি প্রিন্ট করার আগ পর্যন্ত এ ছবির বিষয়ে ওলামায়ে কেরামের মধ্যে কিছুটা মতপার্থক্য রয়েছে।
তাকওয়ার দাবী হল বিনা প্রয়োজনে ডিজিটাল ছবিও না তোলা।
বিশেষ প্রয়োজনে তুললে সেটা ভিন্ন কথা।
উল্লেখ্য, সেলফি কোন প্রয়োজনের গন্ডিতে আসে না।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন