প্রশ্নঃ ১২৩৫৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
নারী আসক্তি থেকে বাঁচার উপায় কি ?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
নারীর প্রতি পুরুষের এবং পুরুষের প্রতি নারীর আকর্ষণ আল্লাহ তা'আলার দেয়া একটি নেয়ামত। এই আকর্ষণ না থাকলে কষ্ট করে কামাই উপার্জন করা টাকাগুলো নারী (স্ত্রী) ও সন্তানের পিছনে কে ব্যয় করত? দুনিয়ার চাকা কি করে ঘুরতো?
আল্লাহ তা'আলার দেয়া নারীর প্রতি পুরুষের আকর্ষণ কাজে লাগাতে আল্লাহর হুকুম নবীর তরিকায় বিবাহ পথ বেছে নিন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্ত্রীকে ভালোবাসতেন। তিনি নিঃসংকোচে ইরশাদ করেন-
حَدَّثَنِي الشَّيْخُ الْإِمَامُ أَبُو عَبْدِ الرَّحْمَنِ النَّسَائِيُّ قَالَ أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عِيسَى الْقُوْمَسِيُّ قَالَ حَدَّثَنَا عَفَّانُ بْنُ مُسْلِمٍ قَالَ حَدَّثَنَا سَلَّامٌ أَبُو الْمُنْذِرِ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حُبِّبَ إِلَيَّ مِنْ الدُّنْيَا النِّسَاءُ وَالطِّيبُ وَجُعِلَ قُرَّةُ عَيْنِي فِي الصَّلَاةِ
৩৯৪১. ইমাম আব্দুর রহমান আন-নাসাঈ (রাহঃ) ... আনাস (রাযিঃ) এর সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, পার্থিব বস্তুর মধ্যে স্ত্রী ও সুগন্ধী আমার নিকট পছন্দনীয় করা হয়েছে এবং নামাযে রাখা হয়েছে আমার নয়নের প্রশান্তি।
—সুনানে নাসায়ী, পরিচ্ছেদ: স্ত্রীর প্রতি ভালবাসা, ইফা নং ৩৯৪১
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন