প্রশ্নঃ ১২৬০৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন হচ্ছে হাশরের ময়দানে সর্বপ্রথম যে নামাজের হিসাব নেওয়া হবে সেটা কোরআন শরীফের কোন সুরা এবং কত আয়াত নম্বরে আছে জানাবেন।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কুরআনে নামাযের অনেক গুরুত্ব বর্ণিত হয়েছে। নামাযের আদেশের সাথে সাথে তার ত্যাগ করার শাস্তির দিকেও ইঙ্গিত রয়েছে।
কুরআনের এক স্থানে বলা হয়েছে,
{مَا سَلَكَكُمْ فِي سَقَرَ (42) قَالُوا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّينَ} [المدثر: 42، 43]
অর্থাৎ, জাহান্নামিদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদের কোন জিনিস জাহান্নামে পৌঁছাল? তারা বলবে, আমরা নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না।
তার মানে বুঝা যাচ্ছে, তারা নামায না পড়ার কারণে জাহান্নামে যাবে।
আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন সেটি হাদিসে এসেছে। হাদিসটি নিম্নরূপ :
روى أبو داود (864) ، والترمذي (413) ، والنسائي (465) عن أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : ( إِنَّ أَوَّلَ مَا يُحَاسَبُ بِهِ الْعَبْدُ يَوْمَ الْقِيَامَةِ مِنْ عَمَلِهِ صَلَاتُهُ فَإِنْ صَلُحَتْ فَقَدْ أَفْلَحَ وَأَنْجَحَ وَإِنْ فَسَدَتْ فَقَدْ خَابَ وَخَسِرَ ، فَإِنْ انْتَقَصَ مِنْ فَرِيضَتِهِ شَيْءٌ قَالَ الرَّبُّ عَزَّ وَجَلَّ : انْظُرُوا هَلْ لِعَبْدِي مِنْ تَطَوُّعٍ فَيُكَمَّلَ بِهَا مَا انْتَقَصَ مِنْ الْفَرِيضَةِ ؟ ثُمَّ يَكُونُ سَائِرُ عَمَلِهِ عَلَى ذَلِكَ ) ، وصححه الألباني في " صحيح سنن الترمذي "
হাদিসটি যেসকল কিতাবে বর্নিত হয়েছে : সুনানু আবি দাউদ : ৮৬৪; তিরমিযি : ৪১৩; নাসায়ি : ৪৬৫। হাদিসটি সহিহ।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
উস্তাযুত তাফসির, মারকাযুল বুহুসিল ইসলামিয়া, বাড্ডা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন