প্রশ্নঃ ১২৬৬৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আসসালামু আলায়কুম সমস্যা টা হলো আমার একটা ফ্রেন্ড এর প্রশ্নঃ মেয়েটা মুসলিম সে একটা হিন্দু ছেলে কে পছন্দ করে এবং ছেলেটাও তাকে পছন্দ করে ওরা বিয়ে করতে চাই ওদের বিয়ে কি আমার দের মুসলিম সরিয়তে যায়েজ হবে। ছেলেটা বলতে চাইছে সে হিন্দু হিন্দুই থাকবে আর মেয়েটা মুসলিম মুসলিম থাকবে। একটু জানাবে এর করনি টা কি ওদের জন্য কোনটা ঠিক?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কোন অমুসলিমকে বিয়ে করা জায়েয নেই। কুরআনে স্পষ্টভাবে অমুসলিম নারী পুরুষকে বিবাহ করতে নিষেধ করা হয়েছে।
আল্লাহ তাআলা বলেন,
{وَلَا تَنْكِحُوا الْمُشْرِكَاتِ حَتَّى يُؤْمِنَّ وَلَأَمَةٌ مُؤْمِنَةٌ خَيْرٌ مِنْ مُشْرِكَةٍ وَلَوْ أَعْجَبَتْكُمْ وَلَا تُنْكِحُوا الْمُشْرِكِينَ حَتَّى يُؤْمِنُوا وَلَعَبْدٌ مُؤْمِنٌ خَيْرٌ مِنْ مُشْرِكٍ وَلَوْ أَعْجَبَكُمْ أُولَئِكَ يَدْعُونَ إِلَى النَّارِ وَاللَّهُ يَدْعُو إِلَى الْجَنَّةِ وَالْمَغْفِرَةِ بِإِذْنِهِ وَيُبَيِّنُ آيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ } [البقرة: 221]
অর্থাৎ, আর মুশরিক নারীকে ইমান না আনা পর্যন্ত তোমরা বিয়ে করো না। মুশরিক নারী তোমাদেরকে মুগ্ধ করলেও, অবশ্যই মুমিন কৃতদাসী তার চেয়ে উত্তম। ইমান না আনা পর্যন্ত মুশরিক পুুরুষদের সাথে তোমরা বিয়ে দিওনা, মুশরিক পুরুষ তোমাদেরকে মুগ্ধ করলেও। অবশ্যই মুমিন ক্রীতদাস তার চেয়ে উত্তম। তারা আগুনের দিকে আহ্বান করে। আর আল্লাহ তোমাদেরকে নিজ ইচ্ছায় জান্নাত ও ক্ষমার দিকে আহ্বান করেন। আর তিনি মানুষের জন্য তাঁর আয়াতসমূহ সুস্পষ্টভাবে ব্যক্ত করেন, যাতে তারা শিক্ষা নিতে পারে। [বাকারা : ২২১]
একজন মুমিননা নারী হিসেবে আত্মসম্মানবোধটুকু থাকা উচিত। যে ব্যক্তি আমার রবকে এক বলে বিশ্বাস করে না। আমার রবের সাথে শরিক স্থাপন করে। সে কিভাবে আমার প্রিয় মানুষ হতে পারে। তাকে পছন্দ করা ও তার কর্মকাণ্ডকে পছন্দ করা মানে তার পরোক্ষভাবে তার কুফরি ও শিরকি কর্মকাণ্ডকেও পছন্দ করা।
কোনভাবেই একজন মুমিন পুরুষ বা নারীর জন্য একজ মুশরিক পুরুষ বা নারীকে বিয়ে করা জায়েয নেই।
আল্লাহ তাআলা আমাদেরকে এমন গর্হিত কাজ থেকে বিরত থাকার তাওফিক দান করুন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
উস্তাযুত তাফসির, মারকাযুল বুহুসিল ইসলামিয়া, বাড্ডা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন