অশ্লীল চিন্তাধারার বইপুস্তক পড়া
প্রশ্নঃ ১৩৯৫০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি ইংরেজি সাহিত্য নিয়ে অনার্স পড়ছি। আমার বইগুলোতে লেখকদের প্রেমের কথা, অবৈধ শারীরিক সম্পকের কথা, বিভিন্ন দেবদেবীর কথা উল্লেখ আছে। এসব বিষয়ে পড়াশোনা করলে কি আমি গুনাহগার হবো? জাযাকাল্লাহ খাইরান।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
জীবন গঠনের অন্যতম উপায় হচ্ছে শিক্ষা। মানুষ যা শেখে সে অনুযায়ী নিজেকে গড়ে। এটাই স্বাভাবিক। অনেক ক্ষেত্রে শিক্ষকের কিংবা লেখকের সাথে আদর্শিক মিল না থাকলেও শিক্ষার কারণে ছাত্রের মেধা-মননে তার বড় একটা প্রভাব সৃষ্টি হয়। সেই হিসেবে আমরা আমাদের ভাইদের পরামর্শ দিয়ে থাকি যেসেকল লেখকের লেখা হৃদয়ে বিরূপ রেখা সৃষ্টি করে বা আদর্শিক স্খলনে উদ্বুদ্ধ করে সেসব বই পুস্তত থেকে যথা সম্ভব দূরে থাকতে।
শিল্প-সাহিত্যে এজাতীয় কাল্পনিক ও রোমান্টিক বই পুস্তকের অবদান অবশ্যই অস্বীকার করার উপায় নেই। কিন্তু মূল বিষয় হলো আমার ইমান, আমল ও আখলাক।
কাজেই আপনার ক্ষেত্রেও আমাদের পরামর্শ থাকবে আপনার পাঠ্যসূচির বাইরে এজাতীয় বই পুস্তক যথা সম্ভব কম পড়বেন। বিশেষত যদি কোনো বিষয়ে উৎকর্ষ লাভে বিকল্প থাকে তখন সেখানে ওই সব বই পুস্তক নিবেন না।
আর যেখানে একান্তই পড়তে হয় সেগুলো পড়ার আগে-পরে-মাঝে ইস্তেগফার পাঠ করবেন। এই বইয়ের যত খারাপক্রিয়া আছে সেগুলো যেন আপনার মনে স্থায়ী হতে না পারে। আপনি এখান থেকে কেবলই সাহিত্য এবং সাহিত্যের উপাদানগুলোই গ্রহন করবেন। ব্যাস। সাথে সাথে মনে এই নিয়ত ও পরিকল্পনা করবেন যে তাদের লেখা বই থেকে সাহিত্য শিখে সেটাকে আপনি মানুষের কল্যাণে, দ্বিনের উপাকারে, ইসলামের প্রচার-প্রসাবে ব্যয় করবেন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন