প্রশ্নঃ ১৪১৫০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুআলাইকুম
আমি এক বক্তাকে বলতে শুনেছি কেউ যদি আল্লাহর হস্তে কোনো কিছু চায় যদি সে না দেয় তাহলে তার উপর আল্লাহর লানত।এখন আমার প্রশ্নটি হলো ঢাকায় রাস্তায় বের হলেইতো অনেক ভিক্ষুক কিছুক্ষণ পরপর এইভাবে ভিক্ষা চায়। এখন আমি যদি একজনকে দিলাম আবার আরো অনেক ভিক্ষুক এইভাবে চাইলো যেখানে আমি দিতে পারি নাই তাহলে কি আমার উপর আল্লাহর লানত বর্তিত হবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ওই বক্তার কথাটা সঠিক নয়। হয়তে তিনি বুঝতে ভুল করেছেন কিংবা উপস্থাপনগত ত্রুটি হয়েছে।
হাদিসের মধ্যে দানের ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। কুরআনুল কারীমে আল্লাহর ওয়াস্তে খরচ করা মুত্তাকিদের বৈশিষ্ট হিসেবে উল্লেখ করা হয়েছে এবং ভিক্ষুককে ধমক দিতে নিষেধ করা হয়েছে।
কিন্তু কোনো কিছু না দিলে তার ওপর আল্লাহর লানত হবে এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। তবে করও সামর্থ্য থাকলে ভিখারিকে ফিরিয়ে দেওয়া উচিত নয়।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন