প্রশ্নঃ ১৪৩৩৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
স্বামী যদি তার স্ত্রীকে তালাক দিতে না চায় স্ত্রী কি স্বামীকে ডিভোর্স দিতে পারবে ইসলামের দৃষ্টিতে একটু জানাবেন জায়েজ আছে কিনা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
স্বামী যদি স্ত্রীকে তাফয়ীযে তালাকের অধিকার দিয়ে থাকে।
তাহলে স্ত্রী নিজের উপর নিজে তালাক দিয়ে পৃথক হয়ে যেতে পারবে।
প্রমাণাদিঃ- ১/আদদুররুল মুখতার ৪/৫৫৪।
২/ফতোয়ায়ে হিন্দিয়াহ -১/৪৫৯।
৩/ কেফায়াতুল মুফতি -৮/২২৮।
তবে বিষয়টি একটু জটিল, স্ত্রী যদি কখনো স্বামীকে তালাক দিয়ে দেয় বা নিজের উপর তালাক নিয়ে নেয়, তাহলে স্ত্রীর বলা হুবহু কথাকাগজে লিখে নিকটস্থ কোন দারুল ইফতায় প্রশ্ন করে সেখান থেকে জেনে নেওয়া নিরাপদ। তালাকের মাসআলার ক্ষেত্রে এভাবে অনলাইন ভিত্তিক উত্তর এর উপর ভরসা করা ঝুঁকিপূর্ণ।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন