প্রশ্নঃ ১৪৫৯৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু ওয়াআলাইকুম, ইসলামে সমকামিতা হারাম,কিন্তু একটা ছেলে তার বালেগ হওয়ার পর সে তার অনুভূতি বুঝতে পারে যে সেটা ছেলেদের মধ্যে,এবং কোনো ছেলে তাকে স্পর্শ করলে শরীরের মধ্যে একটা সেক্স্যুয়াল ফিলিংস হয়,আবার ওই স্পর্শ কোনো মেয়ে করলে সেই ছেলের কোনো উত্তেজনা হয়না, তাহলে এই যে অনুভূতির ব্যাপার টা আর নিজেকে মেয়েদের মত ভাবা এটা কি আল্লাহর তরফ থেকে নয়???
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আল্লাহ তায়ালা বলেন,
لِّلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ يَخْلُقُ مَا يَشَاءُ ۚ يَهَبُ لِمَن يَشَاءُ إِنَاثًا وَيَهَبُ لِمَن يَشَاءُ الذُّكُورَأَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَإِنَاثًا ۖ وَيَجْعَلُ مَن يَشَاءُ عَقِيمًا ۚ إِنَّهُ عَلِيمٌ قَدِيرٌ
আকাশমণ্ডলী ও পৃথিবীর রাজত্ব আল্লাহরই। তিনি যা চান সৃষ্টি, করেন। যাকে চান কন্যা দেন এবং যাকে চান পুত্র দেন। অথবা পুত্র ও কন্যা উভয় মিলিয়ে দেন। আবার যাকে ইচ্ছা বন্ধ্যা করে দেন। নিশ্চয়ই তিনি সবজ্ঞ, সবশক্তিরমান।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন