প্রশ্নঃ ১৪৬২৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
নামাজ পড়লে জান্নাতে যাবে।এমন কোন কথা কুরআন হাদিসে নেই।এক বক্তা বললেন।
দয়া করে উত্তর দিয়ে বাধিত করবেন।জাযাকাল্লাহু খায়র।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আল্লাহ পাক রব্বুল আলামীন ইরশাদ করেন-
اِنَّ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ کَانَتۡ لَہُمۡ جَنّٰتُ الۡفِرۡدَوۡسِ نُزُلًا ۙ
(আল কাহাফ-১০৭)
যারা ঈমান এনেছে ও সকর্ম করেছে তাদের আপ্যায়নের জন্য অবশ্যই ফিরদাউসের উদ্যান রয়েছে।
উক্ত আয়াতে বলা হয়েছে যে, যারা ঈমান আনবে এবং সৎকাজ করবে তাদের জন্য রয়েছে জান্নাত। আর সৎ বা নেক কাজের মধ্যে ঈমান আনার পরেই যে নামাজের স্থান, তা কোন ব্যাখ্যা ছাড়াই সাধারণ থেকে সাধারণ কোন মানুষও তা বুঝতে পারে। এরপরও যারা বিষয়টি নিয়ে জনসাধারণের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি করে ফেতনা সৃষ্টি করতে চায়, তাদের বক্তব্য শোনা হতে বিরত থাকা উচিত। ইসলাম ও মুসলমানদের বর্তমান ক্লান্তিলগ্নে নতুন নতুন মতানৈক্য বা মতবাদ সৃষ্টি হয় এমন কথা, কাজ ও বক্তব্য পরিহার করা উচিত।
এবং জনসাধারণের জন্যও এমন বক্তব্য শ্রবণ করা এবং সেগুলি নিয়ে আলোচনা- পর্যালোচনা হতে বিরত থেকে আরো অনেক প্রয়োজনীয় বিষয় রয়েছে, সেগুলোর দিকেই মনোনিবেশ করা উচিত।
মাওলানা মুহিউদ্দিন খান
যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম সম্পাদন করে, তাদের অভ্যর্থনার জন্যে আছে জান্নাতুল ফেরদাউস।
ইসলামিক ফাউন্ডেশন
যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের আপ্যায়নের জন্যে আছে ফিরদাওসের উদ্যান,
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন