প্রশ্নঃ ১৬০০৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম,আমি ইতালি থাকি আমার পাশে মেয়ে কাজ করে আমি তাকে বোন ডাকি আমার কি গুনা হবে আর শুকুর এর মাংস বেচে এমন দোকানে কাজ করা যাবে কি
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
১. শরীয়তের দৃষ্টি একমাত্র পিতার ঔরষজাত বোন এবং দুধবোন ছাড়া অন্য সকল বোনো সাথে পর্দা রক্ষা করা ফরজ। কাজেই আপনি যাকে বোন ডাকছেন কর্মক্ষেত্রে সম্ভোধনের ক্ষেত্রে সে আপনি তাকে বোন বললেও প্রকৃতপক্ষে সে আপনার বোন নয়। তার সাথে কথা এবং সাক্ষাতের ব্যাপারে পূর্ণ পর্দা রক্ষা করা আবশ্যক।
قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ۚ ذَٰلِكَ أَزْكَىٰ لَهُمْ ۗ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ (30) وَقُل لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ ...
২. ইসলামের বিধান অনুসারে শুকর সম্পূর্ণ হারাম। কাজেই তা আহার করা, বিক্রি করা, বাজারজাত করা, কিংবা তৎসংশ্লিষ্ট যেকোনো কাজে সহাযোগিতা করা কোনো মুসলিমের জন্য জায়েজ নাই।
قُلۡ لَّاۤ اَجِدُ فِیۡ مَاۤ اُوۡحِیَ اِلَیَّ مُحَرَّمًا عَلٰی طَاعِمٍ یَّطۡعَمُہٗۤ اِلَّاۤ اَنۡ یَّکُوۡنَ مَیۡتَۃً اَوۡ دَمًا مَّسۡفُوۡحًا اَوۡ لَحۡمَ خِنۡزِیۡرٍ فَاِنَّہٗ رِجۡسٌ اَوۡ فِسۡقًا اُہِلَّ لِغَیۡرِ اللّٰہِ بِہٖ ۚ فَمَنِ اضۡطُرَّ غَیۡرَ بَاغٍ وَّلَا عَادٍ فَاِنَّ رَبَّکَ غَفُوۡرٌ رَّحِیۡمٌ
আপনি বলে দিনঃ যা কিছু বিধান ওহীর মাধ্যমে আমার কাছে পৌঁছেছে, তন্মধ্যে আমি কোন হারাম খাদ্য পাই না কোন ভক্ষণকারীর জন্যে, যা সে ভক্ষণ করে; কিন্তু মৃত অথবা প্রবাহিত রক্ত অথবা শুকরের মাংস এটা অপবিত্র অথবা অবৈধ; যবেহ করা জন্তু যা আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করা হয়। অতপর যে ক্ষুধায় কাতর হয়ে পড়ে এমতাবস্থায় যে অবাধ্যতা করে না এবং সীমালঙ্গন করে না, নিশ্চয় আপনার পালনকর্তা ক্ষমাশীল দয়ালু। (আল আনআম - ১৪৫)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন