প্রশ্নঃ ১৬৫২৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি বর্তমানে বাংলাদেশ বিদ্যুৎ সেক্টর এ ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত আছি। আমাকে সপ্তাহে ২ দিন নাইট ডিউটি করতে হয় এতে খতম তারাবী পড়া আমার জন্য সম্ভব হয় না। কারণ সাবক্ষণিক বিদ্যুৎ সেবা নিশ্চিতকরণ আমার দায়িত্ব।
অন্যদিকে সরকারী পলিটেকনিক এ শিক্ষক হিসাবে চাকরী হয়েছে। সেখানে কনো নাইট ডিউটি নায়। কিন্তু অনেক এ বলে পলিটেকনিক সহশিক্ষা সেখানে চাকরী করা কতোটা ইসলামিক শরীয়ত ভিত্তিতে জায়েজ হবে কিনা।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সার্বিক বিষয় বিবেচনা করে আপনার জন্য বর্তমান কর্মস্থলই আমাদের কাছে উত্তম বলে মনে হয়। যেহেতু সারা রাতই আপনাকে জেগে থাকতে হয় তাই চেষ্টা করলে আপনি দায়িত্ব পালনকালেও নামাজ আদায় করতে পারেন। জামাতে সম্ভব না হলেও একাকি পড়তে পারেন। একসাথে সম্ভব না হলে দুই রাকাত, চার রাকাত পড়ে বিরতি দিয়ে আবার পড়তে পারেন। আল্লাহ তায়ালাই উত্তম তাওফিকদাতা।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন