মেয়েরা কিভাবে নামাজে দাঁড়াবে?
প্রশ্নঃ ১৭৫১৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ১/হুজুর তাসবীহের মধ্যে 2 টা অন্যরকম চিন্হ থাকে যা অন্যদের থেকে আলাদা ঐখানে অনেকে চুমু দেয় ঐটা কি জায়েজ নাকি নাজায়েজ।
২/মেয়েরা নামাজে দাড়ায় অনেকে বলে ২ পা জোড়া লাগিয়ে এক সাথে রেখে নামাজ আদায় করতে আবার অনেকে বলে যে ২ পায়ের মাঝে ৪ আঙ্গুল ফাঁকা রেখে দাড়াতে হয় কোনটা সঠিক? দয়া করে জানাবেন।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
১. এটার কোনো ভিত্তি নাই। এটাকে সাওয়াব মনে করলে বিদয়াত হবে।
২. নামাজে উভয় পায়ের আঙুলগুলো কিবলামুখী করে স্বাভাবিকভাবে দাঁড়ানো সুন্নত। বিজ্ঞ ফুকাহায়ে কেরামের মতে, পুরুষদের উভয় পায়ের মধ্যে সর্বনিম্ন চার আঙুল এবং সর্বোচ্চ এক বিঘত পরিমাণ ফাঁকা রাখা হবে স্বাভাবিক পরিমাণ। (বুখারি ২/৯২৪, হাদিস : ৬২৫১, তিরমিজি ১/৬৬, হাদিস : ৩০৪ সহিহ)
আর নারীরা উভয় পায়ের গোঁড়ালি মিলিয়ে রাখবে। (মুসান্নাফে ইবনে আবি শায়বা ১/২৭০, হাদিস : ২৭৯৪)
তবে যদি কারো স্বাস্থ্য বেশী হয় তাহলে তিনি প্রয়োজন অনুপাতে যাতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন- ততটুকু ফাঁকা রেখে দাঁড়াতে পারবেন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন