প্রশ্নঃ ১৮৬৮৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
পৃথিবীতে যেসব প্রাণীর অস্তিত্ব নেই ঐ সব প্রাণীর ছবি আঁকলে কি গুনাহ হবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
রেফারেন্স উত্তর :
প্রশ্নঃ ১১২৯২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি প্রানিবিজ্ঞান এর শিক্ষার্থী। সেই হিসেবে আমাকে অনেক প্রানির ছবি আকতে হই।এতে কি আমার গুনাহ হবে?2।মানুসের ছবি দেখে পেন্সিল দিয়ে তা খাতাই আকি।মানে স্কেচ করি।এতে কি কোনো গুনাহ হবে?যদি গুনাহ হই তাহলে কি ক্যামেরা দিয়ে ছবি তোলা ও গুনাহর কাজ?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইমাম শামসুদ্দিন জাহাবি (রহ.) কবিরা গুনাহের তালিকায় : ৪৪ নম্বরে প্রাণীর ছবি আঁকার বিষয়ে উল্লেখ করেছেন।
কোনো প্রাণীর ছবি আঁকা ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ। তবে মানুষ প্রাণহীন প্রকৃতির ছবি আঁকতে পারবে।
নবী করিম (সা.) বলেন, ‘যারা চিত্রাঙ্কন (প্রাণীর) করে তাদের কেয়ামতের দিন শাস্তি দেওয়া হবে। আর তাদের বলা হবে তোমরা যা সৃষ্টি করেছিলে তাদের আত্মা ও জীবন দান করো।’ (সহিহ বুখারি, হাদিস : ৪৭৮৩)
আয়েশা (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, ‘একদিন রাসুল করিম (সা.) আমার ঘরে প্রবেশ করলেন। তখন ঘরের দরজায় এমন একটি পর্দা টানানো ছিল যার মধ্যে প্রাণীর ছবি আঁকা ছিল। তিনি দেখামাত্র পর্দাটি ছিঁড়ে ফেললেন ও তাঁর চেহারা বিবর্ণ হয়ে গেল। তিনি বললেন, হে আয়েশা, কেয়ামতের দিন সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে সেসব লোকদের, যারা আল্লাহর সৃষ্টির সঙ্গে সাদৃশ্য অবলম্বন করে কিছু তৈরি করে। আয়েশা (রা.) বলেন, আমি উক্ত পর্দা কেটে একটি বা দুটি বালিশ তৈরি করি।’ (সহিহ বুখারি, হাদিস : ৫৪৯৮
সম্মানিত প্রশ্নকারী ভাই! ইসলামে ছবি নিষিদ্ধ। কিন্তু যেসব মূলনীতির আলোকে ইসলামে নিষিদ্ধ বিষয়ে সাময়িক আবকাশ দেওয়া হয় সেই বিষয়গুলো সামনে রেখে আমরা বলতে পারি যেহেতু প্রাণীর গঠন বৈচিত্র্য সম্পর্কে জানা ও চিকিৎসা কর্মে সেটা প্রয়োগকরা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেই হিসেবে ওজরের এবং জরুরতের কারণে এর অবকাশ আছে।বিশেষতঃ জীববিজ্ঞানের পরীক্ষার্থীদের শিখন ও অনুশীলনের জন্য প্রাণীর ছবি অংকন করা যাবে। কেননা এতে ছবিকে সম্মান করার উদ্দেশ্য থাকে না। বরং এটা কেবলমাত্র অনুশীলনের জন্য। অতএব এর জন্য কোন শাস্তি হবে না ইনশাআল্লাহ।
উল্লেখ্য, এই অবকাশের ফলে ছবি অঙ্কন বৈধ হয়ে যাবে না বরং এর কারণে যেই জবাবদিহীতার সম্মুখিন হতে হতো আশা করা যায় আল্লাহ তায়ালা সেটা থেকে রেহাই দিবেন। তবে যেখানে প্রয়োজন নাই সেখানে নিষেদ্ধাজ্ঞা বলবত থাকবে।
الضرورات تبيح المحظورات
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন