প্রশ্নঃ ১৮৯৭৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হজরতের কাছে দলিল সহকারে জানতে চাই ---
আমাদের গ্রামের কৃষকরা ধান দিয়ে দেয়। ধান ব্যাবসাইদেরকে এই শর্তে। যে দিন ধান দিবে সেইদিনের বাজার মূল্য নির্ধারীত থাকবে। তবে পরে ধানের দাম বেড়েগেলে সেই সময় টাকা আনলে সেই সময়ের বাড়তি মূল্য দিতে হবে। আর পরে ধানের দাম কমেগেলে সেই সময়ের নির্ধারিত দামই দিতে হবে। কম দিতে পারবে না এই ধরনের চুক্তিতে ক্রয় বিক্রয় জায়েজ আছে কি না???
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আপনার প্রশ্নটি পুরোপুরি স্পষ্ট নয়। তবে সাধারণত এক্ষেত্রে যা হয় তাহলো কৃষকেরা ব্যবসায়ীদের কাছ থেকে ধানের পরিমান এবং মূল্য নির্ধারণ করে অগ্রীম টাকা নিয়ে থাকে। পরবর্তীতে ধান তোলার পর তাদের পাওনা (ধান) পরিশোধ করে দেয়।
আপনার প্রশ্নটি যদি তাই হয়ে থাকে তাহলে- এজাতীয় চুক্তিকে বাইয়ে সালাম তথা আগাম বেচা-কেনা বলে। কিছু শর্তসাপেক্ষে এ চুক্তি বৈধ। শর্তগুলো হল,
ক. ফসলের গুণগত মান ও পরিমাণ সুনির্দিষ্ট হতে হবে।
খ. ফসল হস্তান্তরের সময় ও স্থান সুনির্ধারিত হতে হবে।
গ. চুক্তির সময়ই ফসলের পুরো মূল্য বিক্রেতাকে বুঝিয়ে দিতে হবে।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে যদি এ সকল শর্ত যথাযথভাবে পালিত হয়ে থাকে তাহলে ঐ চুক্তি বৈধ হবে।
আর এটা ঋণ চুক্তি নয়। বরং অগ্রিম মূল্য পরিশোধের মাধ্যমে পণ্যের ক্রয়-চুক্তি। শরীয়তের পরিভাষায় একে ‘বাইয়ে সালাম’ বলে।
-সহীহ বুখারী, হাদীস ২২৪০; কিতাবুল আছল ২/৩৭১; আলমুহীতুল বুরহানী ১০/২৭৭; আদ্দুররুল মুখতার ৫/২১৪
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন