প্রশ্নঃ ১৯৫০৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আসসালামু আলাইকুম।
মুহতারাম, আমি একটা বিষয়ে জানতে চাইছিলাম। এখন শিক্ষা ব্যবস্থার যে নিয়ম নীতি সে অনুযায়ী পরীক্ষা কেন্দ্রে গিয়ে মুখ কান খুলতে বলে এডমিট এর সাথে ফেইস মেলানোর জন্য বা কোন ডিভাইস আছে কি না দেখার জন্য। আবার কোনো ভাইবা দিতে গেলেও বলে মুখ খুলতে। সেখানে তো অনেক ছেলে মানুষ থাকে আবার অনেক ছেলে টিচার থাকে। সেক্ষেত্রে কি করতে পারি/কি করণীয় (মুখ ইত্যাদি খোলা কি আমার জন্য ঠিক হবে)?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
নারীর চেহারা পর্দার অন্তর্ভুক্ত। একান্ত প্রয়োজন এবং অনন্যোপায় অবস্থা ছাড়া ননমাহরামের সামানে মুখ খোলা জায়েজ নাই।
কাজেই নারীদের জন্য উচিত অপ্রয়োজনেও গায়ের মাহরামের মুখোমুখি হতে হয় এমন সকল পরিস্থিতি এড়িয়ে চলা। প্রশ্নোক্ত ক্ষেত্রে যথাসম্ভব মুখ না খুলে কর্তৃপক্ষকে আগে থেকেই নিজের পরিচয় নিশ্চিত করে দিন তা সম্ভব না হয় সেক্ষেত্রে প্রশ্নোক্ত অবস্থায় আপনি যথাসম্ভব দৃষ্টিকে সংযত রাখবেন। পরপুরুষের সাথে উঠাবসা ও অপ্রয়োজনীয় কথাবার্তা বলা থেকে বিরত থাকবেন। আর কখনো ভুল হয়ে গেলে তৎক্ষণাৎ আল্লাহ তাআলার দরবারে ইস্তিগফার করবেন। দৃষ্টি ও মন হেফাযত রাখার ব্যাপারে আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করবেন।
প্রকাশ থাকে যে, সহশিক্ষার প্রচলিত পদ্ধতি সম্পূর্ণ শরীয়ত পরিপন্থী। এতে পর্দার হুকুম লঙ্ঘনের গুনাহ ছাড়াও আরো অনেক গুনাহর আশঙ্কা রয়েছে। তাই এ ধরনের পরিবেশ যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করা মুসলমানের কর্তব্য।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন