একাধিক ইহরাম নিষিদ্ধ কাজ করলে দম দেওয়ার বিধান
প্রশ্নঃ ১৯৫৩৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হজ্জে বা ওমরায় যদি একাধিক ওয়াজিব ছুটে যায় তবে দম কি ভাবে দেবে?
উল্লেখ্য: ভিন্ন ভিন্ন ফতোয়া শুনছি বিধায় আপনার দ্বারস্থ হলাম।
১/ যদি ভুল করার পর সাথে সাথেই দম দেয় তবে প্রত্যেক ভুলের জন্য দম দিতে হবে। ২/ যদি ভুল করার পর দম না দিয়ে হজ্জের সমস্ত আহকাম ও আমল পরিপূর্ণ করার পর দম দেয় তবে একটা দম দিলেই হবে।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
১. হজ্বের ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজকে محظورات الإحرام মাহযূরাতুল ইহরাম অথবা جناية জিনায়া বলে। কোন একটি নিষিদ্ধ কাজ করার পর সঙ্গে সঙ্গে যদি তার জরিমানা বা ক্ষতিপূরণ দিয়ে দেয়, এরপর যদি পুনরায় ঐ একই নিষিদ্ধ কাজ অথবা ভিন্ন আরেকটি নিষিদ্ধ কাজ করে তবে ভিন্ন দম বা ক্ষতিপূরণ দিতে হবে।
২. আর যদি একই মজলিসে হজ্বের নিষিদ্ধ কাজের মধ্য থেকে কোন একটি কাজ বার বার করতে থাকে এরপর ক্ষতিপূরণ বা দাম দেয়, তবে একটি দম দিলেই হবে।
৩. ভিন্ন ভিন্ন মজলিসে ভিন্ন ভিন্ন নিষিদ্ধ কাজ অথবা একই মজলিসে হজ্বের নিষিদ্ধ কাজের কয়েকটি করলে সবগুলোর জন্য আলাদা আলাদা দাম বা ক্ষতিপূরণ দিতে হবে।
واذا تعدد الجنايات تعدد الجزاء إلا إذا اتحد المجلس في التطيب والحلق... واذا كفر للاولى تعدد الجزاء في جميع الصور وإذا اختلف جنس الجنايات تعذر التداخل.
—গুনয়াতুল মানাসিক ২৪১,
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন