প্রশ্নঃ ২০৫৬২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমার বয়স ১৫ বছর। একারণে আমার কানের পাশ দিয়ে লোম উঠেছে। আমার মা-বাবা সহ পরিবারের প্রত্যেকে আমাকে ওই লোমগুলো কাঁচি দিয়ে কেটে ছোট করে ফেলতে বলছে কারণ সেগুলো নাকি দৃষ্টিকটু দেখায়। এখন আমার প্রশ্ন হচ্ছে দাঁড়ি রাখা ওয়াজিব নাকি সুন্নত? এবং লোমগুলো কি আমি ছোট করতে পারব?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
দাড়ি বলা হয় দুই চোয়ালের দাঁতবিশিষ্ট হাড়ের ওপর গজানো পশম এবং কান ও চোখের মধ্যবর্তী স্থানে গজানো সারিবদ্ধ পশমকে।
দাড়ি রাখা ওয়াজিব। এক মুষ্টির কম দাড়ি রাখলে ওয়াজিব আদায় হয় না। ওয়াজিব তরকের গুনাহ হবে।
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
রদ্দুল মুহতার : ১/১০০, ৫/৩৭৩, হিন্দিয়া : ৫/৩৫৮
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন