পুলিশের হাতে জব্দকৃত বা অবৈধ গাড়ি নিলামে বিক্রি হলে ক্রয় করা জায়েয হবে?
প্রশ্নঃ ২৪১৭৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আশা করি ভালো আছেন
আমার একটা প্রশ্ন আছে তা হলো হাইওয়ে পুলিশ অনেক গাড়ি জব্দ করে যেমন অবৈধ গাড়ি এক্সিডেন্টের গাড়ি যেগুলো দীর্ঘদিন পর্যন্ত পড়ে থাকে থানায়
কয়েকবছর পর সরকারিভাবে গাড়িগুলো নিলামে তোলা হয় বিক্রয়ের জন্য এখন আমার প্রশ্ন হলো আমি সেখান থেকে গাড়ি ক্রয় করতে পারব?
এবং পুলিশ যদি তাদের ইমামকে সেখান থেকে গাড়ি দেয় ফ্রীতে তা নেওয়া যাবে কি?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সরকারি আইনে যেসব গাড়ি অবৈধ সাব্যস্ত হয় কিংবা হাইওয়েতে রোড এক্সিডেন্টের স্পট থেকে পুলিশ যেসব গাড়ি জব্দ করে সেগুলোর প্রকৃত মালিক অবশ্যই আছে এবং এই সম্পদের প্রতি মালিকদের দাবি দাওয়াও আছে। শুধুমাত্র রাষ্ট্রীয় আইনের ঝামেলা ও সীমাহীন দুর্ভোগের কারণে মালিকরা গাড়িগুলো নিতে আসতে পারেনা। রাষ্ট্রীয় আইনে এই গাড়িগুলোকে অবৈধ বলা হলেও বাস্তবতায় গাড়িগুলো বৈধ পন্থায় ক্রয় বিক্রয় হয়ে মালিকদের কাছে এসেছিল।
তাই এসব গাড়ির প্রকৃত মালিকের অনুমতি ছাড়া গাড়িগুলো নিলামে বিক্রি করা এবং সেখান থেকে ক্রয় করে ব্যবহার করা অথবা পুলিশ কর্তৃপক্ষ তাদের ইমামকে ব্যবহারের জন্য এসব গাড়ি দিয়ে থাকলে এগুলো ব্যবহার করা কিছুতেই জায়েয হবে না।
وَعَن أبي حرَّة الرقاشِي عَن عَمه قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «أَلا تَظْلِمُوا أَلَا لَا يَحِلُّ مَالُ امْرِئٍ إِلَّا بِطِيبِ نَفْسٍ مِنْهُ» . رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَان وَالدَّارَقُطْنِيّ فِي الْمُجْتَبى
২৯৪৬। তাবেয়ী আবু হুররা রাকাশী তাঁহার চাচা সাহাবী হইতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ সাবধান! কেহ কাহারো প্রতি জুলুম করিবে না। সাবধান! কাহারো মাল তাহার মনের সন্তোষ ব্যতীত কাহারো জন্য হালাল নহে। —বায়হাকী শোআবুল ঈমানে; দারা কুতনী মুজতাবায়
—মিশকাতুল মাসাবীহ, ইফা নং ২৯৪৬
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন