দাঁতে ক্যাপ লাগালে অজু গোসল হবে কি?
প্রশ্নঃ ২৪২৪২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হাতে নেইল পালিশ থাকলে যদি ফরজ গোসল সহি না হয় তাহলে দাঁতে ক্যাপ পড়া থাকলে ফরজ গোসল সহি হবে কী? দাঁতের ক্যাপ খোলা সম্ভব না। আর ওই স্থানের ভিতরে পানি পৌঁছানো অসম্ভব। এখন করণীয় কি হবে? বললে উপকৃত হব।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
দাঁতে ক্যাপ পরানো অবস্থায় অযু গোসল করতে কোনো অসুবিধা নাই। কেননা এটা একান্ত প্রয়োজন এবং চিকিৎসার অন্তর্ভুক্ত। এক্ষেত্রে শরিয়তের অনুমতি আছে। কিন্তু হাতে নেইলপলিশ কিংবা অন্য কোনো প্রসাধনী- যেগুলো ব্যবহারে অজু গোসলের সময় শরীরে পানি পৌঁছাতে বাধাগ্রস্ত হয় সেগুলো ব্যবহারে প্রকৃত অর্থে কোনো প্রয়োজন নাই। বরং এগুলো ক্ষেত্রবিশেষ অতিরঞ্জন এবং বিলাসিতা। কাজেই দুটো একই প্রর্যায়ের অন্তর্ভূক্ত নয়।
فى الفتاوى الهندية- والصرام والصباغ ما في ظفرهما يمنع تمام الاغتسال وقيل كل ذلك يجزيهم للحرج والضرورة ومواضع الضرورة مستثناة عن قواعد الشرع (الفتاوى الهندية-1/13)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শিক্ষক, জামিয়া ইসলামিয়া ইবরাহিমিয়া দারুল উলুম মেরাজনগর, কদমতলী, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন