নামাজের মধ্যে অজু ছুটে গেলে নামাজের সাদৃশ্য অবলম্বন করা
প্রশ্নঃ ২৪৭৭৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
জামাতে নামাজরত অবস্থায় অজু ভেঙ্গ যাওয়ার পর লজ্জাবসত কারনে নামাজের অভিনয় করা কি শিরক? ( নামাজের নিয়ত ছেড়ে দিয়ে)। এটা কি ধরনের পাপ? যদি অনেক কাতার পার করে বের হয়ে আসা সম্ভব না হয় সেক্ষেত্র কি করনীয়? এ অবস্থায় অন্যের নামাজের সমনে দিয়ে কিভাবে আসব? নাকি বসে থাকব?
উত্তম কি? কতটুকু ছাড় আছে? ধন্যবাদ।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
শিরক হবে না। তবে, নামাজ ভেঙ্গে যাওয়ার পর যদি কেউ নামাজ চালিয়ে যায়, তাহলে নামাজের মতো দু’আ তাসবিহ পাঠ না করা কর্তব্য। কারণ, নামাজ ভেঙ্গে যাওয়ার পরও নামাজ হচ্ছে মনে করলে শক্ত গুনাহ হবে। তবে, নিয়ম হলো নামাজ ছেড়ে বাইরে গিয়ে অজু করে এসে বাকী নামাজ শেষ করা।
এই অবস্থায় অন্যের নামাজের সামনে দিয়ে আসলে কোনো অসুবিধা হবে না। তাবে যথাসম্ভব কম দূরত্ব দিয়ে এসে অজু করে পূর্বের নামাজে যুক্ত হয়ে যাবে।
জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শিক্ষক, জামিয়া ইসলামিয়া ইবরাহিমিয়া দারুল উলুম মেরাজনগর, কদমতলী, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন