ইসলামের ১৩০ ফরয কি؟
প্রশ্নঃ ২৬০৬৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইসলাম ধর্মে ফরয কয়টি? ১৩০ টি ফরযের কোন সত্যতা পাইনি।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
এরকম প্রশ্নের উত্তর দেয়া আসলে মুশকিল। কে বলেছে ইসলামে ফরজ ১৩০টি?!! যে বা যারা এই কথা বলেন তাদেরই বরং জিজ্ঞেস করা উচিত যে তারা এটি কোথায় পেয়েছেন?
আমরা শরীয়তের ফরজকে এভাবে নির্দিষ্ট করে বলতে পারবো না। একেক বিষয়ে একাধিক বিষয় ফরজ রয়েছে। নামাযের কিছু ফরজ আছে। হজ্বের কিছু ফরজ আছে, পারিবারিক জীবনে কতিপয় বস্তু ফরজ আছে এভাবে একেক বিষয়ে একেক ফরজ রয়েছে। কিন্তু সুনির্দিষ্টভাবে ১৩০ ফরজ বলা কিছুতেই উচিত হবে বলে মনে হয় না। আপনি বরং নির্দিষ্ট ইবাদত বিষয়ে কয়টি ফরজ আছে তা আমাদের কাছে জিজ্ঞাসা করতে পারেন। ইনশাআল্লাহ আমরা তা জানাতে চেষ্টা করবো ইনশাআল্লাহ।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শিক্ষক, জামিয়া ইসলামিয়া ইবরাহিমিয়া দারুল উলুম মেরাজনগর, কদমতলী, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন