প্রশ্নঃ ৩৪২৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার একটা বাচ্চা সিসটিক হাইগোমার কারনে বলেছিল বাচ্চা টা রাখা যাবে না তার জন্য বাচ্চা টি নষ্ট করে ফেলেছিলম এখন কি আমার গুন্নাহ হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মারাত্মক গুনাহ হয়েছে।
সুনির্দিষ্ট তিনটি কারণ ছাড়া কোনো মানুষকে হত্যা করার সামান্য অধিকার বা অবকাশ নেই।
তিনটি কারণ এই -
১. বিবাহিত নারী পুরুষ যিনা করলে।
২. অন্যায় ভাবে কাউকে হত্যা করলে।
৩. ইসলাম ছেড়ে ভিন্ন ধর্মে দীক্ষিত হলে তথা মুরতাদ হলে।
সুতরাং আপনার কৃত অন্যায়ের জন্য আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করে মাফ চাইতে হবে।
وَمَن يَقۡتُلۡ مُؤۡمِناً مُّتَعَمِّداً فَجَزَآؤُهُۥ جَهَنَّمُ خَٰلِداً فِيهَا وَغَضِبَ ٱللَّهُ عَلَيۡهِ وَلَعَنَهُۥ وَأَعَدَّ لَهُۥ عَذَاباً عَظِيماً
সূরা নিসা ৯৩
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " لَا يَحِلُّ دَمُ امْرِئٍ مُسْلِمٍ إِلَّا بِإِحْدَى ثَلَاثٍ : زِنًى بَعْدَ إِحْصَانٍ، أَوِ ارْتِدَادٍ بَعْدَ إِسْلَامٍ، أَوْ قَتْلِ نَفْسٍ بِغَيْرِ حَقٍّ فَقُتِلَ بِهِ ".
সুনানু তিরমিজী ২১৫৮
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন